সিনেমা দেখতে গিয়ে বিপাকে জোভান-পড়শী!

এবার সিনেমা দেখতে গিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী এবং ফারহান আহমেদ জোভান। তবে বাস্তবে এমন কোনো বিড়ম্বনা ও সমস্যায় পড়েননি এই তারকাদ্বয়। এমনটি ঘটেছে ‘মন জুড়ে’ নামের একটি নাটকের গল্পে।
সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। আর এতে জুটি হয়ে অভিনয় করেছেন জোভান ও পড়শী।
নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’
গত বছর ১০ জুলাই মুক্তি পায় সিনেমা ‘পরাণ’। এতে অভিনয় করেছেন রাজ-মীম-ইয়াশ। সেই ছবিটিকে সূত্র বানিয়ে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
এএম/এমএমএ/
