অপূর্ব-মাহির ‘কাল থেকে শুরু’

জিয়াউল ফারুক অপূর্ব ও সামিরা খান মাহি জুটি বেঁধে অভিনয় করলেন নতুন একটি নাটকে। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব। নাটকটির নাম ‘কাল থেকে শুরু’।
এতে অপূর্বকে দেখা যাবে রাহিন নামের এক যুবকের চরিত্রে। যে কখনো সঠিক সময়ে তার কাজটা করতে পারেনি। সব সময় আজ না কাল করব। আবার কাল চলে এলে বলে পরশু করব। এভাবেই তার পেন্ডিং কাজের লিস্ট সব সময় বেড়ে যায়।
এমনকি আজ না কাল বলে বলে গার্লফ্রেন্ডের সঙ্গে পর্যন্ত নিয়মিত দেখা করে না। একটা সময় রাহিনকে গার্লফ্রেন্ড ফারা অনুরোধ করে, তার বাবার সঙ্গে দেখা করার জন্য বিয়ের বিষয়ে। কিন্তু আজ না কাল বলে বলে একদম শেষ মুহূর্তে যায়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
এতে অপূর্ব ও মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। শিগগিরই নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
এএম/এসজি
