তৃতীয় সন্তানের মা হলেন ঈশিকা

মডেল অভিনেত্রী ঈশিকা খান এবার তৃতীয় সন্তানের মা হলেন। সোমবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে তার ফেসবুক পেজে নবজাতকের একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় এই মডেল অভিনেত্রী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। ৩১ অক্টোবর রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যান্সির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি।
এএম/এসজি
