‘এই তুমি সেই তুমি’

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যে তাকে নাটক পরিচালনায়ও দেখা যায়। এ যাবত বেশ কিছু নাটক পরিচালনা করেছেন তিনি।
সম্প্রতি আরেকটি নাটক নির্মাণ করেছেন মিলন। নাটকটির নাম ‘এই তুমি সেই তুমি’। পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন তিনি।
২৮ অক্টোবর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, শাহনাজ মায়া, মাহমুদুল ইসলাম মিঠু, অবিদ রেহান, শারমিন সুলতানা শর্মী প্রমুখ।
থ্রিলার ও রোমান্টিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, নাটকে একটি প্রেমের গল্প বলতে চেয়েছি। মানুষ সবচেয়ে বড় আর ভালেবাসা তৈরি হয় মানুষে-মানুষে। ধর্ম, বর্ণ, গোত্র দিয়ে ভালোবাসা হয় না।
ভালোবাসাকে বড় রাখার জন্য গল্পে দুটি মানুষকে আলাদা করতে হয়েছে। গল্পে চমক আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
এএম/এমএমএ/
