কায়েস চৌধুরীকে হারানোর এক বছর

গুণী অভিনেতা, নাট্যকার ও নির্মাতা কায়েস চৌধুরী। গত বছর ২০ অক্টোবর কিডনি রোগে আক্রান্ত কায়েস চৌধুরী সন্ধ্যায় তার লালমাটিয়ার বাসায় অচেতন হয়ে পড়েন। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কায়েস চৌধুরী স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ২০ অক্টোবর এই অভিনেতাকে হারানোর এক বছর। কায়েক চৌধুরীকে স্মরণ করতে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এখানে প্রয়াত এই অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ করবেন আগত অতিথিরা।
উল্লেখ্য, কায়েস চৌধুরী অভিনেতা ও নির্মাতা হিসেবে অত্যন্ত সফল ছিলেন। তিনি কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। নির্মাণ করেছেনও বহু নাটক। এ ছাড়া, ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মাপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রয়াত এই অভিনেতা নির্মাতা।
এএম/এমএমএ/
