বিয়ে করেছেন টিভি তারকা সারা হাইল্যান্ড ও ওয়েইজ অ্যাডামস
‘মর্ডান ফ্যামেলি’ টিভি সিরিজ ও ‘দি ব্যাচেলর ইন প্যারাডাইজ’ তারকা সারা হাইল্যান্ড এবং ওয়েইজ অ্যাডামস বিয়ে করেছেন।
শনিবার ২০ আগস্ট তাদের বিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ইনেজের সানস্টোন ওয়াইনরিতে।
পিপল আউটলেট জানিয়েছে, তারা বিয়ের শপথ বাক্য ও কাবিননামায় সই করেছেন।
হাইল্যান্ডের বয়স এখন ৩১। স্বামী তার চেয়ে সাত বছরের বড়। অ্যাডমসের বয়স এখন ৩৮।
টিভি সিরিজে অভিনয়ের সুবাদে টুইটারে প্রথম দেখা করেছেন ২০১৬ সালে।
২০২০ সালের আগস্টে তারা বিয়ে করতে আগ্রহী ছিলেন। বাগদান বা আংটি বদল করেন।
তবে কোভিড-১৯ মহামারি রোগের জন্য অনুষ্ঠান বাতিল করতে হবে বলে স্থগিত করেছেন।
সারা হাইল্যান্ড ‘মর্ডান ফ্যামিলি’তে তরুণী থেকে যুবতী হয়েছেন। তার এই তুমুল বিখ্যাত সিরিজটি হলো একটি আমেরিকান পারিবারিক গল্প। যেখানে বিভিন্ন ধরণের হাস্য-রসাত্মক কাহিনীকে ঘিরে নির্দিষ্ট পাত্র, পাত্রীরা অভিনয় করেন। টানা ১১ সেশন চলেছে। ২০০৮ সালের থেকে ২৩ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৮ এপ্রিল পর্যন্ত। দেখানো হয়েছে লস অ্যাঞ্জেলসের তিনটি বিস্তৃত পরিবারের কাহিনীকে এবিসিতে।
সিরিজের অন্যতম অভিনেত্রী সারা হাইল্যান্ড একজন গায়িকাও। পড়ালেখা করেছেন প্রফেশনাল পারফরর্মিং আর্টস স্কুলে। সিরিজের ‘হেইলি ডানফি’ চরিত্রের জন্য তিনি খ্যাত। টানা ১২ বছরের চরিত্রটি তাকে এনে দিয়েছে ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস ফর আউটস্টান্ডিং পারফরমেন্স বাই অ্যান আনসামস্বল ইন অ্যা কমেডি সিরিজ’ পুরস্কার।
অন্যদিকে ওয়েলজ অ্যাডামস সবচেয়ে পরিচিত তার ‘ব্যাচেলর ইন প্যারাডাইজ (২০১৪)’ সিরিজের জন্য। সেখানে তার চরিত্র ‘অ্যালাম’।
এর আগে নাম করেছে তার ‘দি ব্যাচেলরেট (২০০৩)’ ও ‘দি ব্যাচেলর : দি গ্রেটেস্ট সেশনস এভার! (২০২০)’র সালের সিরিজ।
তাদের বিয়েতে অতিথি হিসেবে ছিলেন মর্ডান ফ্যামেলির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে জুলি বোয়েন, সোফিয়া ভেরগারা, নোল্যান গোল্ড। জেসি টাইলার ফার্গুসন তার স্বামী জাস্টিন মিকিতাকে নিয়ে এসেছেন।
সোফিয়া ভেরগারা ছুটির দিন মানে পরদিন রবিবার ‘সারা হ্যান্ড ওয়েলজ’ নামে একটি ছবি ইনগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি হৃদয়ের চিহ্নও দিয়েছেন। ছবিতে টাইলার এবং মিকিতাও আছেন।
ওএফএস।