মহিলা সমিতিতে ‘প্রেরণা’

‘সবাই মিলে জাগলে রে ভাই, গণজাগরণ হয়’ স্লোগানে অটিজম সম্পর্কে গণসচেনতা তৈরির পদাতিক নাট্য সংসদ মঞ্চে এনেছে নাটক। এর নাম ‘প্রেরণা’।
আগামী ১৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করবে পদাতিক নাট্য সংসদ।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। প্রদর্শনীতে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করবে।
শুধু গণসচেতনতা তৈরির জন্যই নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তার জন্যও ‘প্রেরণা’ একটি প্রয়াস।
নাটকে অভিনয় করবেন সামিআ চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম মাক্নুন, মামুন আব্দুলাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ। নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী।
এএম/এসজি/
