পিয়া এখন সুপ্রিম কোর্টের আইনজীবী

জনপ্রিয় মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বহুবার মডেল হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। আবার খোলামেলা ফটোশুট করে জড়িয়েছেন বিতর্কেও। এবার সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন এই তারকা মডেল ও অভিনেত্রী।
সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। পিয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি। আইন পেশায় এই উপাধি যুক্ত করার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার জীবন, চারপাশের মানুষ ও আমার পোষা প্রাণী নিয়ে আমি সুখী।’
ছোটবেলা থেকেই ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখতেন পিয়া। স্বপ্ন পূরণের ধারাবহিকতায় পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর মডেলিং ও অভিনয় শুরু করেন তিনি।
এএম/এসএন
