ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটে খুব বেশি না থাকলেও আলোচনায় কেন্দ্রবিন্দুতে বারবারই স্পর্শ করেছেন এই তারকা।
বাইশ গজের বৃত্ত পেরিয়ে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় মাঝে মাঝেই দেখা মেলে তার। অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মধ্যেই অভিনয় করে থাকেন এই তারকা ক্রিকেটার।
এক ঘন্টার নাটক ও বিজ্ঞাপনের পর এবার ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আশরাফুল। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় নাটকের নাম ‘গোল্ডেন সিক্স’। এতে মোহাম্মদ আশরাফুল’কে ‘অ্যাশ’ হিসেবেই দেখা যাবে।
এতে মোহাম্মদ আশরাফুল ছাড়া আরও অভিনয় করেছেন যাহের আলভী, রুকাইয়া জাহান চমক, শাহতাজ মুনিরা হাশেম, মিহি আহসান প্রমুখ
৯ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০ টায় আরটিভিতে নাটকটির প্রচার শুরু হবে।
এএম/এমএমএ/
