শনিবার, ২৯ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়

অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশি শোবিজের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি পরিবারসহ সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন। তার এই পবিত্র সফরের খবর তিনি নিজেই ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। তবে, ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই কিছু নেটিজেনের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি, যা নিয়ে তিনি বেশ বিরক্ত।

শুক্রবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন নিলয়।

পোস্টে তিনি জানান, এর আগে বিভিন্ন দেশের ছবি শেয়ার করলেও কখনও এত বাজে মন্তব্য পাননি, বিশেষত মক্কায় ছবি দেওয়ার পর এই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আসছে। তিনি তার পোস্টে লিখেন, “পবিত্র নগরীতে এসেছি, ছবি দেখে যদি ভালো লাগে তো ভালো মন্তব্য করবেন, আর যদি না লাগে, তাহলে এড়িয়ে যাবেন।”

এছাড়া, তিনি মন্তব্য করেন যে, “বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার প্রকাশ। হিংসা থেকে দূরে থাকলে জীবন সুন্দর হয়।” নিলয় আরও বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয়বার এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি চান, আবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও এখানে আসতে পারেন।”

এদিকে, ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আমার নাটক দেখেই আমাকে চেনেন, আর এখন নাটক ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দিন। তাতে নতুন নাটকও হবে না।”

Header Ad
Header Ad

ঈদের তারিখ ঠিক করতে কাল সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

প্রতীকী ছবি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ (শনিবার) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ওইদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)। এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।

Header Ad
Header Ad

ইংল্যান্ডে ফিরেই হামজা জাদু, শীর্ষে তুললেন শেফিল্ডকে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে এই মাসেই দেশের মাটিতে পা রেখেছিলেন হামজা চৌধুরী । জাতীয় দলের অভিষেক ম্যাচটা অবশ্য শেষ হয়েছে খানিকটা হতাশাতেই।

ভারতের বিপক্ষে ড্র করে আবার ইংল্যান্ডেই ফিরে গেছেন হামজা। ক্লাব ফুটবলে ফিরেই জয়ের ধারায় ফিরলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেফিল্ড।

এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষেও উঠে এসেছে শেফিল্ড। এ ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন হামজা। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ডের সমর্থকেরা।

ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই উজ্জ্বল ছিল শেফিল্ড। মাত্র ১৯ মিনিটে গাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল।

এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা। এ জয়ে শীর্ষে ওঠা শেফিল্ডের পয়েন্ট এখন ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট।

হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় শেফিল্ড। ছবি: সংগৃহীত

 শেফিল্ডের মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করা ম্যাচে বাংলাদেশি তারকা হামজা ছিলেন দুর্দান্ত। শেফিল্ডের মিডফিল্ড দখলে রাখতে দারুণ ভূমিকা ছিল তাঁর। আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রেও হামজা ছিলেন অনন্য। ভাগ্য ভালো হলে ম্যাচে গোলও পেয়ে যেতে পারতেন হামজা। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট অল্পের জন্য গোল হয়নি।

তবে গোল না পেলেও এ ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল মুগ্ধতা জাগানোর মতোই। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। তাঁর দেওয়া তিনটি লং বলের দুটিই ছিল নিখুঁত। দুটি ট্যাকল করে জিতেছেন দুবারই। ডুয়েলেও তিনটির মধ্যে দুটিতে জিতেছেন হামজা।

 এ ছাড়া ম্যাচে দুর্দান্ত একটি ব্লকও করেছেন হামজা। সব মিলিয়ে পারফরম্যান্সের জন্য তাঁকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব। পরিসংখ্যানের হিসাব বাদ দিলেও মাঠে হামজা ছিলেন অনন্য।

হামজার দল শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল শনিবার। সেদিন রাত আটটায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

Header Ad
Header Ad

এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নানি বললেন ‘আগে গোপনে মারতাম এখন ওপেনে মারব’

সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

স্ত্রীর পর এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের নানি রেহেনা বেগম তাঁর নাতির বিরোধিতাকারীদের মারার হুমকি দিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘আগে গোপনে মারতাম, এখন ওপেন মারব।’

এছাড়া, সাজ্জাদকে এনে দিতে না পারলে সাংবাদিকদের ফাঁসির হুমকিও দেন তিনি।

বুধবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রেহেনা বেগমকে বলতে শোনা যায়, ‘বুড়ি কে, আমার নাম রেহেনা। ওসি কে, কেন সাজ্জাদকে গ্রেপ্তার করেছে? হাতকড়া পরিয়েছে। কারা তার ফাঁসি চায়?’

পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাদের মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি নানির কাছে বড় হন। চতুর্থ শ্রেণি পর্যন্ত একটি মাদ্রাসায় পড়ার পর তিনি মুরগির দোকানে কাজ করতেন। এরপর তিনি কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলীর দলে যোগ দেন।

গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করেন। এর আগের দিন ফেসবুক লাইভে নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ।

সাজ্জাদ বর্তমানে খুনের মামলায় চট্টগ্রামের চান্দগাঁও থানা-পুলিশের রিমান্ডে রয়েছেন। ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে কেনাকাটা করতে যাওয়া নারী উদ্যোক্তা রুমা আক্তার ও তার স্বামী পুরস্কার ঘোষিত এই সন্ত্রাসীকে চিনে ফেলেন এবং আশপাশের লোকজনকে জড়ো করে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। চট্টগ্রামের দুটি খুনের মামলায় তাকে রিমান্ডে আনা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, সাজ্জাদের নানির ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদের তারিখ ঠিক করতে কাল সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি
ইংল্যান্ডে ফিরেই হামজা জাদু, শীর্ষে তুললেন শেফিল্ডকে
এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নানি বললেন ‘আগে গোপনে মারতাম এখন ওপেনে মারব’
ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা  
মায়ানমারে মৃত্যু ১০ হাজার ছাড়াতে পারে : ইউএসজিএস  
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
তিস্তা নদী ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে চীন
রাজনৈতিক হয়রানির শিকার ৬৬৮১ মামলা প্রত্যাহারের সুপারিশ
শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছার বন্যা, দুই প্রাক্তনের বার্তায় উত্তাল নেটদুনিয়া
যমুনা সেতু মহাসড়ক: ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাতে বেড়েছে যানবাহনের চাপ
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২
স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই: বঙ্গবীর কাদের সিদ্দিকী
সুন্দরবনে রেড অ্যালার্ট: ঈদের ছুটি বাতিল, শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি
বাংলাদেশের জন্য চীন থেকে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি
বাংলাদেশের জন্য ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চাইলেন অধ্যাপক ইউনূস
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, সহজে মিলছে না বৃষ্টি
জেলা প্রশাসকদের প্রতি ১২ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
জুমার নামাজের সময় শক্তিশালী ভূমিকম্প, মিয়ানমারে মসজিদ ধসে নিহত অন্তত ২০
ঈদে রাজধানীর নিরাপত্তায় ৪২৬ জন ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ