সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এখনও বিয়ে হয়নি, বললেন তাহসান

ছবি: সংগৃহীত

ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ভাইরাল। ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। এ অবস্থায় বিষয়টি খোলাসা করেছেন তাহসান নিজেই।

শনিবার (৪ জানুয়ারি) সকালে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। জনপ্রিয় এই গায়ক-অভিনেতা বলেন, এখনও বিয়ে হয়নি। এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।

এর আগে, আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই মূলত খবরটি ছড়ায়।

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তাও।

এ ছাড়া প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

সামাজিকমাধ্যমে রোজার রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও তিনি জনপ্রিয়।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর হঠাৎই তারা সেই সম্পর্কের ইতি টানেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

Header Ad
Header Ad

২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল

ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ২৪ দফা ইশতেহার নিয়ে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে। এই দলের ইশতেহারে দেশ পুনর্গঠনের রূপরেখা, সাংবিধানিক সংস্কার, এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি থাকবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমীন জানান, তাদের ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার থাকবে। এই কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় নেতৃত্ব নির্বাচন এবং এক ব্যক্তির একক ক্ষমতা কমিয়ে দলীয় কাঠামোয় গণতান্ত্রিক স্বচ্ছতা আনতে কাজ করছে।

নাগরিক কমিটি ইতোমধ্যেই সারাদেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি গঠন করেছে। ঢাকার বাইরে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ইশতেহারে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার নীতি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব থাকবে। যেমন, প্রধানমন্ত্রীর মেয়াদ জীবনে দুইবারের বেশি না রাখার পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা।

গঠনতন্ত্রে তৃণমূল থেকে নেতৃত্ব বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দলীয় প্রধানের কোনো নির্বাহী পদে থাকার সুযোগ থাকবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অপসারণের ব্যবস্থাও রাখা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আশা করছেন, এই নতুন দল তরুণদের স্বপ্ন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। তারা এটিকে একটি বৃহৎ রাজনৈতিক উদ্যোগ হিসেবে তৈরি করতে দেশি-বিদেশি রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করছে। দলটি গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চায়।

Header Ad
Header Ad

গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত সমালোচকদের অনুমানই সত্যি হলো, গোল্ডেন গ্লোবে বাজিমাত করল জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’। অন্য পুরস্কারগুলোর বেশির ভাগই মিলে গেছে সমালোচকদের ভবিষ্যদ্বাণীর সঙ্গে।

বাংলাদেশ সময় আজ সোমবার সকালে শুরু হয় ৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কারের আসর। সকাল ১০টার পরে শেষ হওয়া এই অনুষ্ঠানে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগান’।

ছবিটির জন্য আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন, সেলেনা গোমেজ ও জোয়ি সালদানা গত বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প এটি, যারা নিজেদের মতো করে সুখী হতে চায়। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চায়। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প।

অনুমিতভাবে গত বছরের আরেকটি প্রশংসিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার। এ ছবির জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন অড্রিয়েন ব্রডি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ব্র্যাডি করবেটের হাতে।

গত বছরের আরেকটি আলোচিত সিনেমা ছিল কোরালি ফারগেটের ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল–কমেডি) পুরস্কার পেয়েছেন ডেমি মুর।

এছাড়া ‘আ ডিফারেন্ট ম্যান’-এর জন্য সেরা অভিনেতা(মিউজিক্যাল–কমেডি) হয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ফারনন্ডা তোরেস।

পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ্যানিমেশন ছবি হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’।

টিভি বিভাগে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পেয়েছিল ‘দ্য বিয়ার’। কিন্তু মূল পুরস্কারে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে গত বছরের সবচেয়ে আলোচিত সিরিজগুলোর একটি ‘শোগান’। সেরা ড্রামা সিরিজ ছাড়ও আরও তিন পুরস্কার জিতেছে এটি।

মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা সিরিজ হয়েছে ‘হ্যাকস’। সেরা লিমিটেড সিরিজের পুরস্কার পেয়েছে ‘বেবি রেইন্ডার’। ড্রামা বিভাগের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন ‘শোগান’-এর হিরোয়ুকি সানাডা ও আনা সাওয়াই।

মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার), সেরা অভিনেত্রী জিন স্মার্ট (হ্যাকস)।
এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান নিকি গ্লেসার।

Header Ad
Header Ad

লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের

দীর্ঘ ৭ বছর পর লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ বছর পর লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সফরে তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হবে, যা মা-সন্তানের জন্য একটি আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে, আগামী ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, তার সঙ্গে চিকিৎসক, পরিবারের সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতাসহ ২৫-৩০ জন সফরসঙ্গী থাকতে পারেন।

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়া কিছুদিন তার ছেলের সঙ্গে সময় কাটাবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন। সেখানে তার লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতার চিকিৎসা হবে। ধারণা করা হচ্ছে, চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারেন।

এর আগে, ২০১৭ সালে শেষবারের মতো লন্ডনে যান খালেদা জিয়া। তখনও তারেক রহমান তাকে স্বাগত জানিয়েছিলেন। তবে এরপর দুর্নীতির মামলায় তাকে কারাবন্দি করা হয়। ২০২০ সালে শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর থেকেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার প্রস্তুতি চলছিল। বর্তমানে ৭৯ বছর বয়সী এই নেত্রী হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

এই সফর বিএনপির নেতাকর্মীদের কাছে নতুন আশা জাগিয়েছে। তারা আশা করছেন, চিকিৎসা শেষে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দলের নেতৃত্বে নতুন উদ্যম আনবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রিত্ব হারাতে বসেছেন টিউলিপ
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার  
আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন দুদু  
রাষ্ট্র সংস্কারে কাজ করছে ১১ ছায়া কমিশন  
১৫ লাখ টাকা নিয়েছিলো সাবেক প্রেমিকের থেকে তাহসানের স্ত্রী!