মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নায়ক-নায়িকারা তাদের মেয়েদের অভিনয়ে আসতে দেন না: মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। স্টেজ শো’র পাশাপাশি সেখানেই অংশ নিয়েছেন নতুন সিনেমায়। ‘অর্ধাঙ্গিনী’ শিরোনামের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা তরিকুল ইসলাম মিঠু।

এদিকে, সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে আক্ষেপ প্রকাশ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি জানান, হলিউড-বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সন্তানদেরকে সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যায়। তবে বাংলাদেশে এই চিত্রটা একেবারেই ভিন্ন। শাবানা, ববিতা, কবরী থেকে শুরু করে জসিম, ফারুক, আলমগীরদের মতো তারকাদের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও এ পথে পা বাড়াননি তাদের সন্তানেরা।

এ বিষয়ে মৌসুমী বলেন, ছেলেসন্তানদের ক্ষেত্রে বাধা না থাকলেও কন্যাসন্তানদের নায়িকা হতে দিতে চাইছেন না শিল্পীরা। সব নায়ক-নায়িকাকে দেখি তাদের ছেলেরা যদি সিনেমা করতে চায়, তাদেরকে না করেন না। কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায়, সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন।

‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন চিত্রনায়ক আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর। যদিও বর্তমানে গানে নিয়মিত তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল। তাকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও খুবই সুন্দর মিষ্টি দেখতে ছিল। সে সময় একঝাঁক নতুন মুখ আসছিল। কিন্তু আঁখিকে দেওয়া হয়নি।

তাকে পেলে আমরা খুব ভালো একজন নায়িকা পেতাম। চম্পা আপার মেয়েও কিন্তু অনেক কিউট। চম্পা আপা তাকে কখনো নায়িকা হতে উৎসাহ দেননি। দেখা যায় যে, আমাদের অনেকেরই মেয়ে আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। অন্যভাবে বড় করা হয়েছে। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা।

উল্লেখ্য, মৌসুমীর নিজের সন্তানদের কাউকেই চলচ্চিত্রে আনেননি। যদিও ছেলে বছর কয়েক আগে চলচ্চিত্র নির্মাণ করেছেন কিন্তু মেয়ে ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়েই। তার সঙ্গেই যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী।

Header Ad
Header Ad

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

বিজিবির সাবেক মহাপরিচালক মো. মইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্ত্রীসহ কানাডার উদ্দেশ্যে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।

তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Header Ad
Header Ad

উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’

বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল ‘রুপসী বাংলা এক্সপ্রে’, প্রথম দিনেই শিডিউল বিপর্যয়। ছবি: ঢাকাপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন 'রুপসী বাংলা এক্সপ্রেস' চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল উদ্বোধন করেন।

দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশী যাত্রীরা। তবে এই খুশির মধ্যেই ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথম দিনেই বগি সেটে সমস্যা দেখা দিয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেসের। বর্তমানে বেনাপোলে ফিট দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে ট্রেনটি।

এদিকে প্রথম দিনেই দেরিতে ছাড়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির যশোরের ঝিকরগাছা উপজেলার 'ঝিকরগাছা রেলস্টেশনে' যাত্রা বিরতির দাবিতে সর্বস্তরের জনগণ রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, বেনাপোল থেকে মাত্র পৌনে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোলবাসী। আজ বিকেল সাড়ে ৩টায় ছাড়ার কথা থাকলেও ৪টা ৪০ মিনিটে উদ্বোধনের পর ৪টা ৫০মিনিটে লোকাল যাত্রীসহ ৯৮৭ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে গেল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি জানান রেলওয়ের বেনাপোল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, মঙ্গলবার ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোল ও খুলনায় নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হল। বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে যাতায়াত করবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকা পৌঁছানো যাবে।

তিনি বলেন, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে যাত্রীদের বেনাপোল যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে। ৮২৭/৮২৮ 'রূপসী বাংলা এক্সপ্রেস' ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছেছে। বিকেল সাড়ে ৩ টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।

তিনি আরও বলেন, ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার।২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে। ৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৫৫, স্নিগ্ধা ৭৫৫, এসি সিট ৯০৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৫৫ টাকা। সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।

এদিকে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে বেনাপোল থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটি যশোর জংশন, মোবারকগজ্ঞ, কোর্টচাদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মতিয়ার রহমান বলেন,স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে তেমনি আমদানিকৃত পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে ঢাকায় পৌঁছে যাবে।ফলে নানা দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।

একজন আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী আনম ফয়সল বলেন, ব্যবসার কাজে আমাকে প্রায়ই ঢাকায় যাতায়াত করতে হয়।বাস ভ্রমণের থেকে ট্রেন ভ্রমণ সব সময় আরামদায়ক এবং নিরাপদ। নতুন রুটের এই ট্রেন আমাদের জন্য দারুণ সুখবর। আমরা দিনে দিনে ঢাকায় কাজ শেষ করে বেনাপোলে ফিরতে পারব।

বেনাপোলের রাফছান জামি রাব্বি বলেন, ইতিহাসের সাক্ষী হলাম বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে প্রথম দিনের যাত্রী হলাম।হাজার হাজার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখলাম বেনাপোল রেলস্টেশনে।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান,বর্তমানে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে 'বেনাপোল এক্সপ্রেস', খুলনা-কলকাতা রুটে 'বন্ধন এক্সপ্রেস' ও খুলনা-বেনাপোল রুটে 'বেতনা এক্সপ্রেস' সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঢাকায় যেত। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস ঢাকায় চলাচল শুরু করেছে। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে। নতুন 'রুপসী বাংলা' এক্সপ্রেস চালু হলে ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে নেমে আসবে।

Header Ad
Header Ad

গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি

গাইবান্ধার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলী। ছবি: সংগৃহীত

গাইবান্ধার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলীর যোগসাজশে গোবিন্দগঞ্জ উপজেলার ২৭টি পুকুরের পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের নামে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৭৮ টাকার সম্পূর্ণই ভাগবাটোয়ারা হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পানি সুপেয় করে মানুষের খাবার উপযোগীও করা হয়নি। অথচ টাকা তুলে খাওয়া শেষ। এই ভুয়া প্রকল্পটি নিয়ে গাইবান্ধা জেলা পরিষদ ও জনস্বাস্থ্য বিভাগ বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে।

গোবিন্দগঞ্জ উপজেলায় শুষ্ক মৌসুম এলেই সেচ ও খাবার পানির চরম সংকট দেখা দেয়। মানুষের মধ্যে পানির হাহাকার মেটাতে ওই এলাকায় জেলা পরিষদের ২৭টি পুকুরের পানি সুপেয় ও নিরাপদ করে এলাকার মানুষের খাবার পানি হিসাবে সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ লোক দেখানো এই ভুয়া প্রকল্পটি হাতে নেয়। বলা হয় এই ২৭টি পুকুর সংস্কার করে, পানি সংরক্ষণ ও খাবার উপযোগী করে শুষ্ক মৌসুমে মানুষের মধ্যে খাবার পানি সরবরাহ করা হবে বিনামূল্যে।

এ জন্য পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করার কাল্পনিক প্রকল্প গ্রহণ করা হয়। পুকুরগুলো সাঁওতাল পল্লীর পাশে হওয়ায় স্থানীয় আদিবাসী ও সাঁওতাল অধ্যুষিত এলাকার লোকজন এই প্রকল্পে বাধা দেয়ার সম্ভবনা আছে।কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গায়ে লাগাননি।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্থানীয় লোকজনের বাধা উপেক্ষা করে যে প্রকল্পগুলো গ্রহণ করে সেগুলো হলো গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী এলাকার পরিত্যক্ত রঘুনাথপুর পুকুর, আরজি পেয়ারাপুর পুকুর, মাকলাইন গুলেরপাড় পুকুর, পাকা মন্দিরপুকুর, চালিতা নয়াদীঘি পুকুর, তেরোইল পুকুর, কামদিয়া ডাকবাংলো পুকুর, রসিক নগর পুকুর, তেঘরা পুকুর, চেয়ারগাও কদমতলী, চেয়ারগাও খোলাহাটি, বড়গাও পুরাতন, খারিতা পুকুর, উথবি পুকুর, এনায়েতপুর ২, শাতাইন চুরা পালিপাড়া পুকুর, এনায়েতপুর ১, শিহিগাও পুকুর, বানিহারা পুকুর, চালিতা পুকুর, ধাওয়া চালিতা পুকুর, স্যামপুর পূর্বপাড়া পুকুর, বইল খাঁ পুকুর, ফেরুসা পুকুর, আশকুর পুকুর, আলিগাও পুকুর, মোল্লাপাড়া পুকুর।

প্রকল্পের নিয়মানুযায়ী পুকুরের প্যারাসাইটিয়, গাছ লাগানো, চারপাশের বেড়া দেওয়া এবং পুকুরে পানি শোধন যন্ত্র স্থাপন করার কথা। কিন্তু কোনো পুকুরে এসব না করেই বিল তুলে নেওয়া হয়। এই পুকুরগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগসহ প্রভাবশালী এমপিদের দখলে ছিল। তারা মাছচাষ করতেন।

কিন্তু হঠাৎ করে মজা ও পচা পুকুরের পানি সংরক্ষণ করে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে নলকূপের বদলে পুকুরগুলোকে টার্গেট করা হয় তার নেপথ্য খুঁজে বের করা দরকার। কারণ সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প পুকুরে খচর করা হলো। কিন্তু সুপেয় পানি ও পানি সংরক্ষণ করাও হলো না কিন্তু কার স্বার্থে সাড়ে ৪ কোটি টাকা পুকুর সংস্কারে ব্যয় করা হলো তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।
কারণ ২৭টি পুকুরের ১টি পুকুরও মানুষের কাজে আসছে না। এখনও পুকুরগুলোতে মৎস্য চাষই করা হচ্ছে। পানি সংরক্ষণও হচ্ছে না, পানি সুপেয় হিসাবেও ব্যবহার হচ্ছে না। অথচ সুপেয় পানি সরবরাহ ও সংরক্ষণের নামে ২৭টি পুকুরের নামে এই পরিমাণ টাকা খরচ দেখিয়ে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা গাইবান্ধা জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ভাগবাটোয়ারা করলেন তা এখন সামনে এসেছে।

এদিকে গাইবান্ধার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলীর যোগসাজশে এই প্রকল্প বাস্তবায়ন হয় । তিনি এই প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে জানার জন্য গাইবান্ধার জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলীর ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
১৭ বছর পর কারামুক্ত হয়ে যা বললেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালোভাবে করা যাবে: তাজুল ইসলাম
‘আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি একজন উপদেষ্টা’
নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি আহ্বান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ নেই
‘দেশে দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ঢাকা মহানগর, জবি, পলিটেকনিক ও পাঁচটি কলেজে ছাত্রদলের কমিটি
আবু সাঈদ ফ্রান্সে আছে দাবিতে গোলাম মাওলা রনির নামে ভুয়া মন্তব্য প্রচার
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে পুড়িয়ে গুম করার চেষ্টাকালে যুবলীগ নেতার ছেলে আটক
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সাগর-রুনি হত্যা: ১১৪ বার পেছালো তদন্ত প্রতিবেদনের তারিখ
সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের ১ ঘন্টা কর্মবিরতি পালন
সিলেট সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ
৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে: বদিউল আলম  
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
বড়দিনে ফানুস ও আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা