এফডিসিতে নিপুণবিরোধী মিছিল, গলায় জুতার মালার ছবি
এফডিসিতে নিপুণবিরোধী মিছিল। ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে নিষিদ্ধের দাবিতে এফডিসিতে মিছিল করেছেন শিল্পীদের একটি দল।
বুধবার (২২ মে) দুপুর থেকে কয়েক দফায় এই মিছিল হয়। মিছিল থেকে চিত্রনায়িকা নিপুণের শাস্তি চাওয়া হয়। এ সময় শিল্পীদের হাতে থাকা ব্যানারে দেখা যায়, সেখানে দুই পাশে নিপুণের দুটি ছবি, যাতে নায়িকার গলায় জুতার মালা পরানো। এ সময় নিপুণের শাস্তি চাওয়া ও নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর স্লোগানও দেওয়া হয়।
ওই ব্যানারে লেখা, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যবৃন্দ।’
এদিকে শোনা যাচ্ছে, এফডিসিতে আজ বুধবার বিকালে বৈঠকে বসবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের নেতারা। সেই বৈঠক থেকে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া শিল্পী সমিতি থেকে নায়িকার সদস্য পদ বাতিলের বিষয়টিও চূড়ান্ত হতে পারে।
যদিও এফডিসিতে নিপুণের বিরুদ্ধে শিল্পীদের মিছিল প্রসঙ্গে জানতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের (২০২৪-২৬) ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে চেয়ে হাইকোর্টে রিট করেন নাসরিন আক্তার ওরফে নিপুণ আক্তার।
আবেদনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং অনিয়মের অনুসন্ধান চাওয়া হযেছে। নিপুণের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী পলাশ চন্দ্র রায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার (১৪ মে) রিটটি করেন। এই রিটের শুনানিতে মনোয়ার হোসেন ডিপজলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন আদালত।
এদিকে নিপুণের এই রিট ও মামলা মোকাদ্দমা মেনে নিতে পারছেন শিল্পীরা। এরই ধারাবাহিকতায় জ্যেষ্ঠ শিল্পীরা আজ নিপুণের বিরুদ্ধে রাজধানীর এফডিসিতে মিছিল করেছেন।