অনুদানের সিনেমার টাকা আত্মসাৎ করা হচ্ছে: শাকিল খান
চিত্রনায়ক শাকিল খান। ছবি: সংগৃহীত
অনুদানের সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়ক শাকিল খান। অনুদানের সিনেমা বানানোর নামে টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই চিত্রনায়ক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল তিনি এ কথা বলেন।
শাকিল খান বলেন, আমি দেখেছি অনুদানের যেসব ছবি নির্মিত হয়েছে, একটা দিন সেসব হলে চলেনি। হল থেকে নামিয়ে দিয়েছে। কোনোরকম একটি ফিল্ম বানিয়ে টাকা আত্মসাৎ করার যে প্রবণতা সেটি চলছে। এখান থেকে বেরিয়ে এসে, আমি জানি না এখানে কেউ দায়িত্বে থাকবে। এটা শক্ত হাতে হ্যান্ডেল করা দরকার।
তিনি বলেন, আমরা প্রচুর পরিমাণে বিনিয়োগ করে যাচ্ছি, আমি চাই বিনোদন মাধ্যম আরো বড় হোক। আগের মতো হোক। আমি আজ থেকে ১৪-১৫ বছর ফিল্ম থেকে দূরে আছি, তারপরেও কিন্তু ফিল্ম দেখি। আমি খেয়াল করেছি এটা ভালো একটা মাধ্যম। এটা নষ্ট করে দেওয়ার জন্য পাঁয়তারা করা হচ্ছে। বিশেষ করে আমাদেরই কিছু লোক। আপনারা তো জানেনই তো বিগত দিনে ফিল্মে অশ্লীলতা ঢুকে গোটা ফিল্মকে ধ্বংস করে দিয়েছে।
প্রধানমন্ত্রীর অবদান প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী সেই ফিল্মকে ধীরে ধীরে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের দেশে আর যে হল আছে, সেসব যেন ভাঙতে না পারে। আর ভাঙলে সেখানে যেন অবশ্যই সিনেপ্লেক্স করে।