জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সেরা নায়ক-নায়িকা হলেন যারা
ছবি : সংগৃহীত
২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা করা হয়েছে। এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২৭ বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ সেরা নায়কের পুরস্কার পেতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। যুগ্মভাবে সেরা নায়িকা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমুর নাম।
বছরের আলোচিত ছবি ‘হাওয়া’তে অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী এবং ‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসান ও ‘শিমু’ ছবিতে অভিনয়ের জন্য রিকিতা নন্দিনী শিমু সেরা নায়ক-নায়িকা নির্বাচিত হচ্ছেন।
আজীবন সম্মাননা যুগ্মভাবে দেওয়া হচ্ছে অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনাকে। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নাম ঘোষিত হয়েছে সৈয়দা রুবাইয়াত হোসেনের। যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘পরাণ’কে।
ওটিটিতে অভিনয় করে প্রতিনিয়ত বাজিমাত করে চলছেন নাসির উদ্দিন খান। ‘পরাণ’ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত করা হয়েছে।