মাসুদ-ময়না হয়ে দেখা দিলেন নিশো-তমা

ক্যারিয়ারে প্রথমবার বড় পর্দায় হাজির হতে যাচ্ছে অভিনেতা আফরান নিশো। চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। রায়হান রাফী পরিচালিত সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। এর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। চলছে এডিটিং ও ডাবিংয়ের কাজ। আগামী ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশোর বেশকিছু লুক ফাঁস করেছেন নির্মাতা।
বুধবার (১৭মে) নির্মাতা তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশো ও তমার একসঙ্গে ছবি প্রকাশ করলেন।
ছবিতে দেখা যায়, নব্বই দশকের একটি ছবি তোলার স্টুডিও। সেসময় স্টুডিওতে প্রেমিক-প্রেমিকা যেভাবে ছবি তুলতেন সেভাবেই দাঁড়িয়ে আছেন নিশো ও তমা। নিশো-তমার এই ছবিটি রাফি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের মাসুদ আর ময়না। ‘সুড়ঙ্গ’ আসছে... দেখা হবে সিনেমা হলে।’
চরকি ও আলফা আই স্টুডিওজ লি. এর যৌথ প্রযোজনায় এই সিনেমাটি নির্মিত হয়েছে।
একই ছবি ফেসবুকে প্রকাশ করে চিত্রনায়িকা তমা মির্জা ক্যাপশনে লেখেন, কারও কাছে তিনি বস.....কারও কাছে তিনি ভাই ......আর ‘ময়নার’ সে ‘মাসুদ’‘সুড়ঙ্গ’।
এএম/এসজি
