১০৩ ডিগ্রি জ্বরে পুড়ছেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। হঠাৎ করেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। ১০৩ ডিগ্রি জ্বরে পুড়ছেন তিনি। জ্বরের বার্তা দিয়ে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই আলোচিত চিত্রনায়িকা।
শনিবার (১৩ মে) নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘জ্বর ১০৩!’ এতে বোঝা যাচ্ছে ১০৩ ডিগ্রি জ্বর পরীমণির শরীরে। এ খবরে পরীমণির ভক্তরা প্রিয় নায়িকার সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ জ্বর থেকে সেরে ওঠার টোটকাও দিয়েছেন পরীর স্ট্যাটাসের কমেন্ট বক্সে।
পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ১৯ মে বিশ্ব মা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ৭৬তম কান চলচ্চিত্রে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্য ফিল্মেও প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি।
এটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। এ সিনেমাতে মায়ের চরিত্রে রূপদান করেছেন পরীমণি। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
এএম/আরএ/
