আদম’ আউট, এগিয়ে ‘জ্বীন’
ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা। এই সিনেমাগুলোর ব্যবসা নিয়েও চলছে তর্কযুদ্ধ। স্যোশাল মিডিয়ায় সিনেমা সংশ্লিষ্টরা যে যার মতো তার সিনেমা হিট তকমা দিচ্ছেন। তবে সত্যিকার অর্থেই কি সিনেমাগুলো হিট হওয়ার পথে? এমন প্রশ্ন তুলেছেন আবার অনেকেই।
ইতিমধ্যেই সিনেমা হল মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে এর বাস্তব চিত্র। মুক্তির দুই-তিন দিন সিনেমাগুলো ভালো চললেও আস্তে আস্তে কমতে থাকে দর্শক। অনেক সিনেমা হলে প্রতি শোয়ে ২০ থেকে ৩০জন দর্শকও রয়েছে বলে জানা যায়।
সিঙ্গেল স্ক্রিণে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার ফলাফল কিছুটা ভালো হলেও অন্য সিনেমাগুলোর অবস্থা একেবারেই মাজুল।
এদিকে, মাল্টিপ্লেক্স অর্থ্যাৎ স্টার সিনেপ্লেক্সগুলোতে ঈদের আটটি সিনেমার ফলাফলই আশাব্যাঞ্জক। তবে দ্বিতীয় সপ্তাহে এসে এই সিনেপ্লেক্সেই সিনেমাগুলোর কপালে জুটছে হতাশার পরশ।
এর মধ্যে প্রথম সপ্তাহেই ওয়াশ আউট হয়ে সিনেপ্লেক্সের বোর্ড থেকে মুছে যাচ্ছে আবু তাওহীদ হিরণের পরিচালনায় জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান জুটির ‘আদম’ সিনেমার নাম। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে স্টার সিনেপ্লেক্সের একটি হলেও আর শো চালানো হবে না। এজন্য অনেকেই দায়ি করেছেন সিনেমাটির মানহীন নির্মাণ ও দূর্বল গল্পকে।
ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমা তপু খান পরিচালিত শাকিব ও বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, মো. ইকবালের পরিচালনায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’। সাইফ চন্দন পরিচালিত আদর আজাদ ও শবনম বুবলীর আলোচিত সিনেমা ‘লোকাল’, সৈকত নাসিরের পরিচালনায় জাজের ‘পাপ’ সিনেমাগুলোর শো কমে গেছে দ্বিতীয় সপ্তাহে এসে।
তবে নাদের চৌধুরী পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ সিনেমাটির শো সংখ্যা বেড়েছে দ্বিতীয় সপ্তাহে। সজল, পূজা চেরী ও রোশান অভিনীত এই সিনেমাটি শিশুরাসহ পরিবার পরিজন নিয়ে দেখছে বলে জানা গেছে সিনেমাসংশ্লিষ্টদের কাছে।
দ্বিতীয় সপ্তাহে এই সিনেমাগুলোর খবর নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।
যেখানে দেখা গেছে স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহে ব্যাপক শো কমেছে ঈদের সিনেমাগুলোর। বেড়েছে শুধুমাত্র ‘জ্বীন’ সিনেমার শো।
‘জ্বীন’ ৬টি ব্রাঞ্চে মোট ১৯টি শো চলবে দ্বিতীয় সপ্তাহে। যা গত সপ্তাহে ছিল ৫টি ব্রাঞ্চে মোট ১০টি শো। ‘কিল হিম’ ৪টি ব্রাঞ্চে মোট ১০টি শো চলবে। (গত সপ্তাহে ছিল ৫টি ব্রাঞ্চে মোট ১৪টি শো)।
‘লিডার আমিই বাংলাদেশ’ ৩টি ব্রাঞ্চে মোট ৫টি শো চলবে (গত সপ্তাহে ছিল ৫টি ব্রাঞ্চে মোট ১০টি শো)। ‘লোকাল’ ১টি ব্রাঞ্চে মোট ২টি শো (গত সপ্তাহে ছিল ২টি ব্রাঞ্চে মোট ৪টি শো)। ‘পাপ’ ১টি ব্রাঞ্চে মোট ২টি শো চলবে (গত সপ্তাহে ছিল ২টি ব্রাঞ্চে মোট ৪টি শো)।
এ সম্পর্কে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘সিডিউল যেভাবে পেজে দেওয়া হয়েছে সেভাবেই চলবে। জ্বীন সিনেমার শো আগের চেয়ে দ্বিতীয় সপ্তাহে বাড়ানো হয়েছে।’
এএম/এমএমএ/