সবাইকে সত্যের সঙ্গে থাকার আহ্বান মাহির
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) দুপুরে বিমানবন্দর চত্বর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এদিকে, একই মামলার অভিযুক্ত, মাহির স্বামী রাকিব সরকার পলাতক রয়েছের। উমরাহ সেরে সৌদি আরব থেকে ঢাকায় ফেরার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহি।
শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে মাহি বলেন, আমরা দেশে আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হতে পারি। যাই হোক হবে, আমরা সব ফেস করব। আপনারা সবাই সত্যের সঙ্গে থাকবেন। পুরো দেশবাসী আমাদের সঙ্গে থাকবেন।
লাইভ শেষে মাহি বলেন, জায়গা জমির ব্যাপারে ফয়সালা করবেন আদালত। পুলিশ কেন জমির বিষয়ে হস্তক্ষেপ করবে? তারা কেন সনি রাজ শো-রুমে ঢুকে আমাদের লোকজনদের ধরে নিয়ে গেল? আমি যদি অন্যায় করে থাকি, ভুল করে থাকি দেশের প্রচলিত আইনে আমার বিচার হবে, শাস্তি হবে। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।
এ সময় মাহি সবাইকে পাশে থাকার আহ্বানও জানান। বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহি। অভিনেত্রী গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই তার গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। অন্তঃসত্ত্বা মাহির এমন কঠিন সময়ে সবাইকে পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তার সহকর্মীরা।
শুক্রবার রাতে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করে পুলিশ।
এএম/এমএমএ/