২৯ বছর পর বরিশালের অভিরুচিতে সালমান-শাবনূরের ‘তুমি আমার’
২৯ বছর পরে ফের মুক্তি পেল ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূরের প্রথম সিনেমা ` ‘তুমি আমার’। এতে বড় পর্দায় প্রিয় নায়কের ছবি দেখতে আত্মহারা দর্শকরা। তবে দর্শকরা এ রকম সিনেমা ফিরিয়ে দিতে ফ্লিম ইন্ডাস্ট্রির কাছে অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর একমাত্র সিনেমা হল অভিরুচি কমপ্লেক্সে ‘তুমি আমার’ সিনেমার প্রথম শো সফলভাবে প্রদর্শন হয়। পরে বিকাল ৩টার শোতে পরিবার-পরিজন নিয়ে বাবা-মায়ের সঙ্গে আবার কেউ কেউ ভিসিয়ারে দেখা ছবিটি বড় পর্দায় উপভোগ করতে ভিড় জমান সিনেমা হলে।
১৯৯৪ সালের কোরবানির ঈদে তাদের প্রথম সিনেমা ‘তুমি আমার’ মুক্তি পায়। অমর নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি অভিনয় করেন শাবনূর। সিনেমার পাশাপাশি এর প্রতিটি গানও দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়। প্রয়াত জহিরুল হকের পরিচালনায় এর গল্প ও সংলাপ লিখেছিলেন তারই ছেলে আবদুল্লাহ জহির বাবু।
এদিকে সিনেমা হলে দর্শকদের আগ্রহ কম থাকায় দীর্ঘদিন বন্ধ থাকা বরিশাল নগরীর একমাত্র সিনেমা হলটি সালমান শাহের ছবি প্রদর্শনের মাধ্যমে দর্শক আগ্রহ বাড়ানোর চেষ্টা অনেকটাই হতাশাজনক ছিল। তবে হলে আগত দর্শকরা এ রকম সিনেমা ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন ফ্লিম ইন্ডাস্ট্রির কাছে। হল ব্যবসায়ীরাও বিলপ্তির হাত থেকে রক্ষা করতে ভালো সিনেমা তৈরির অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বরিশালের জেলায় মোট সিনেমা হল ছিল ১৮টি। তার মধ্যে ১৭টি বন্ধ হয়েছে। নগরীতে চারটি সিনেমা হলের মধ্যে তিনটিই বন্ধ। ১৯৮৮ সালে ১ হাজার ২০০ আসন নিয়ে চালু হওয়া শুধু অভিরুচি সিনেমা হলটি চালু রয়েছে।
এসআইএইচ