নতুন সিনেমায় আফরান নিশো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দীর্ঘ ক্যারিয়ারে অবশেষে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। গত বছরের নভেম্বরে ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন।
রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় নিশোর নায়িকা হিসেবে কাজ করবেন তমা মির্জা। ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হবে।
এবার আরও নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন নিশো। নতুন এই সিনেমার নাম ‘কালপুরুষ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। পরিচালক সঞ্জয় সমদ্দার নিশোকে নিয়ে কাজের কথা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ‘কালপুরুষ’ সিনেমাটি প্রযোজনা করছেন টপি খান। বর্তমানে এর চিত্রনাট্যে’র কাজ চলছে। তবে আফরান নিশোর সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন হয়ে গেছে।
সঞ্জয় সমদ্দার কলকাতায় ‘মানুষ’ নির্মাণ করছেন। এতে অভিনয় করছেন কলকাতার সুপারস্টার জিৎ। এতে নায়িকা হিসেবে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। এই সিনেমার প্রযোজকও জিৎ।
এএম/এমএমএ/
