‘ফারাজ’র সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’!

নানান চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’।
গত শনিবার সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি এখনো পাননি এ নির্মাতা।চলতি সপ্তাহেই সেন্সর ছাড়পত্রের চিঠি হাতে পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।
আনুষ্ঠানিক চিঠি পাওয়ার আগেই সিনেমাটি মুক্তির তারিখ জানালেন এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’।
রাজধানীর হলি আর্টিজানের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। একই ঘটনা নিয়ে বলিউডে নির্মাণ করা হয়েছে ‘ফারাজ’। যেটি মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। একই ঘটনা নিয়ে নির্মিত হলেও, সেন্সরবোর্ডে কয়েক বছর আঁটকে ছিল ফারুকীর সিনেমাটি। এবার ‘ফারাজ’ মুক্তির দিনই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘শনিবার বিকেল’।
জাজ মাল্টিমিডিয়া শনিবার (২৮ জানুয়ারি) ফেসবুক পেজে লিখেন ‘পাঠান যদি বাংলাদেশে ৩ ফেব্রুয়ারি মুক্তি পায়, ক্ষতি হবে আমার! কারণ জাজের ‘শনিবার বিকেল’ একইদিন মুক্তি পাবে।’
এএম/এমএমএ/
