আজ থেকে চলছে ‘সাঁতাও’

গণ-অর্থায়নে নির্মিত হয়েছে সিনেমা ‘সাঁতাও’। খন্দকার সুমনের পরিচালনায় এ সিনেমা ইতোমধ্যে পুরস্কৃত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এবার সিনেমা হলে মুক্তি পেল ‘সাতাও’। শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের পাঁচটি হলে চলছে। এরমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স প্রতিদিন দুটি করে শো চালাবে।
তিন শহরের পাঁচটি হলের মধ্যে রয়েছে ঢাকার বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, রংপুরের শাপলা সিনেমা হল, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন।
রংপুর অঞ্চলের সুরেলা জনগোষ্ঠীর যাপিত জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের রসায়ন নিয়ে নির্মিত এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক ও আব্দুল্লাহ আল সেন্টু।
নির্মাতা সুমন জানান, রংপুরের তিস্তা তীরবর্তী চর গগুন্দা নামের যে গ্রামে ‘সাঁতাও’য়ের শুটিং হয়েছিল, সেই গ্রামটি তিস্তার ভাঙনে এখন নদীগর্ভে বিলীন। প্রকৃতি ও ঋতুচক্রের প্রভাব সঠিকভাবে তুলে ধরতে মোট ছয় লটে এর শুটিং হয় বলেও জানান পরিচালক।
গণ-অর্থায়নের এই সিনেমার জন্য ১৫৫৯ জন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। যারা ১০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন।
এএম/এসএন
