আবারও সার্কাস দেখাবেন জয়া
আবারও সার্কাস দেখানের দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’।
মাহমুদ দিদার পরিচালিত চলচ্চিত্রটি (১৭ জানুয়ারি) চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সিনেমাটি বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয়েছে। জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।
দেশীয় বিলুপ্ত প্রায় সার্কাস শিল্প নিয়ে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় গতবছর ২৩ সেপ্টেম্বর।
সার্কাসকন্যা ‘বিউটি’-রূপে- সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। তারকাবহুল চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।
নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘নানা প্রতিকুলতার ভেতর দিয়ে মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’-এ সময়ের জন্য অত্যন্ত জরুরি একটি চলচ্চিত্র। রাষ্ট্র, সমাজ, লেখক, বুদ্ধিজীবি কিংবা প্রগতিশীল মানুষের হাত ধরেই এ চলচ্চিত্রটি প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। আমাদের দেশের অন্যতম বৃহৎ এ চলচ্চিত্র উৎসবে ‘বিউটি সার্কাস’-দেখতে সকলকে আমন্ত্রণ জানাই।’
এএম/এমএমএ/