রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো রোজিনা ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমা পরিচালনা করেছেন। ইতোমধ্যেই এটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে ৩ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।
সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় জুটি বেঁধেছেন নিরব ও স্পর্শিয়া। মুক্তিযুদ্ধের গল্পনির্ভর সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন রোজিনা। এখানে তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
এবার রোজিনা জানালেন তার দ্বিতীয় সিনেমা নির্মাণের কথা। এ বিষয়ে রোজিনা বলেন, ‘নতুন একটি স্ক্রিপ্ট শেষ করেছি। এটি লিখেছেন ছটকু আহমেদ। গল্পটার নাম দিয়েছি ‘এখনই সময়’। মূলত এটি যৌতুকবিরোধী একটি গল্প। আগে ‘ফিরে দেখা’ মুক্তি পাক, তারপর এটা নিয়ে কাজ করব।’
এএম/এসজি
