সেন্সর ছাড়পত্র পেল ‘ব্ল্যাক ওয়ার’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেল ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। বুধবার (৪ জানুয়ারি) ছাড়পত্র পান সিনেমাটির কাহিনিকার, নির্মাতা ও প্রযোজক সানী সারোয়ার। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে তিনি জানান, গত ১ জানুয়ারি সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সদস্যরা এটি দেখে প্রশংসা করেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন।
আগামী ১৩ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পুলিশ-অ্যাকশন গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন সানী সারোয়ার ও ফয়সাল আহমেদ।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ।
কপ ক্রিয়েশন প্রযোজিত সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ববি হক।
এএম/এসজি
