অবশেষে সেন্সর ছাড় পেলো ‘নূর’

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি মুক্তি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। বিশেষ করে সেন্সর বোর্ডের চৌকাঠ পার হতে পারছিল না সিনেমাটি। অবশেষে কেটে গেল সব বাধা। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অনুমতি পেলো ‘নূর’ সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন পরিচালক রায়হান রাফি।
চলতি বছরের জুলাই মাসে কাগিগরি কিছু ক্রুটির কারণে সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড। পরবর্তীতে সেগুলো নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন করে আবারও সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পেয়েছে ‘নূর’।
সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। মাঝখানে ওটিটি প্লাটফর্মে মুক্তির কথাও শোনা গিয়েছিল। তবে যেহেতু সেন্সর ছাড় পেয়েছে এবার সিনেমা হলেই মুক্তি পাবে ‘নূর’।
এএম/এএস
