শুভ জন্মদিন শাবনূর
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর। হঠাৎ করেই রুপালি জগতকে বিদায় বলে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমিয়েছেন এই নন্দিত অভিনেত্রী।
শনিবার (১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে তার জন্ম। তার আসল নাম কাজী শারমীন নাহিদ নুপুর। নির্মাতা এহতেশামুর রহমান চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দিয়েছিলেন।
১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। সেই সিনেমা সফলতা পায়নি। তবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সবার নজর কাড়েন এই অভিনেত্রী। এরপর থেকে একে একে নতুন নতুন সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান এই শাবনূর।
প্রেক্ষাগৃহে তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের জানুয়ারিতে। ‘পাগল মানুষ’ নামের অনেক আগের একটি সিনেমা মুক্তি পায়। তবে এই সিনেমা সাড়া ফেলতে পারেনি দর্শকদের কাছে।
প্রথম দিকে অস্ট্রেলিয়াতে স্বামী-সন্তান নিয়ে সুখেই ছিলেন শাবনূর। পরবর্তীতে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। এরপর একমাত্র ছেলেকে নিয়েই চলছে তার জীবন। দীর্ঘদিন ধরেই শাবনূর তার ফেসবুক পেজের মাধ্যমে বলেছিলেন আবারও রুপালি পর্দায় ফিরবেন তিনি। তবে কবে ফিরবেন এ কথা পরিষ্কার করে কিছু বলেননি এ অভিনেত্রী। শাবনূর ভক্তরাও তাদের প্রিয় নায়িকাকে আবারও সিনেমার পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে আছে।
এএম/এসএন