আসছে মেঘলা মুক্তার ‘পায়ের ছাপ’
বাংলাদেশের অভিনেত্রী মেঘলা মুক্তা। ভারতের তেলেগু ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড়শ হলে মুক্তি পায় সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মেঘলা।
এর আগে দেশি চলচ্চিত্রে প্রথম শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’-এ অভিনয় করেন তিনি। তবে সেটা প্রধান চরিত্রে নয়। এবার মেঘলার স্বপ্ন পুরণ হচ্ছে। কারণ নারীপ্রধান চরিত্রে অভিনয় করা মেঘলার সিনেমা মুক্তি পাচ্ছে অবশেষে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সিনেমার নাম ‘পায়ের ছাপ’।
ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের নতুন এ সিনেমাটি ২৩ ডিসেম্বর (শুক্রবার) দেশের সিনেমা হলে মুক্তি পাবে।
ইতোমধ্যেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। এ সিনেমায় দেশের নারীদের সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে।
মেঘলা মুক্তা ছাড়াও এতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু নিজেই। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন।
এএম/এমএমএ/