তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘দামাল’

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহে মুক্তি পেয়েছে সিনেমা ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল টিম ঘিরে দামাল সিনেমার গল্প তৈরি হয়েছে। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি।
শুক্রবার (৯ ডিসেম্বর) নিউইয়র্ক, অ্যালবামা, নিউ জার্সি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেন্সিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিইনা, ইলিনয়, নেব্রাস্কা, মিশোরি, ইন্ডিয়ানা, ইউটা, ওরেগন, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৩১ শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হয় বলে জানান বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।
তিনি বলেন, ‘গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দামাল সিনেমার প্রিমিয়ার হয়। ১১টি অঙ্গরাজ্যের ১৫ শহরের দর্শকরা সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্টের বাঙালিরা এই সিনেমা যেন ভালোভাবে উপভোগ করতে পারে এই চেষ্টা করছি।’
গত ২ ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৩ অঙ্গরাজ্যের ২৫ শহরে দামাল মুক্তি দেওয়া হয়। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।
এএম/এসজি
