অ্যাকশন ও সাসপেন্সে ভরা ‘ব্ল্যাক ওয়ার’

সন্ত্রাসীরা দেশে হামলার ছক কষেছে। তাদের ঠেকাতে পুলিশ বাহিনী তৎপর। নেতৃত্ব দিচ্ছেন এডিসি নাবিদ। এমন টানটান উত্তেজনায় ভরা গল্পের জানান দিলেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’র টিজারে।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত হয়েছে সিনেমার ১ মিনিট ৩ সেকেন্ডের টিজার। অ্যাকশন ও সাসপেন্সে ভরা এই টিজার ইতোমধ্যেই সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মাঝে।
টিজারে দেখা গেছে, এডিসি নাবিদ চরিত্রে আরিফিন শুভ’র অন্যরকম লুক। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র সিনেমার দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
পরিচালক সানী সানোয়ার বলেন, ‘টিজারটি দর্শকরা পছন্দ করেছেন। তবে মূল সিনেমাটি পছন্দ হলেই আমাদের পূর্ণ তৃপ্তি আসবে। আশা করি সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’
৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। এতে শুভ’র বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমায় আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ।
এএম/এসজি
