ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘হাওয়া’। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সাফল্য পেয়েছে। বাংলাদেশে মুক্তির তিন মাস পর কলকাতার একটি উৎসবে দেখানো হয়েছিল এই সিনেমা।
এবার কলকাতাসহ ভারতের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘হাওয়া’। পরিচালক সুমন ও অভিনেতা চঞ্চল চৌধুরী দুজনই বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় মুক্তি পাবে। সেখানে সিনেমাটি পরিবেশনা করছে ‘রিলায়্যান্স’।
পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘এটা খুশির খবর ‘হাওয়া’ কলকাতাসহ ভারতের বিভিন্ন হলে মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমাটি যখন কলকাতার উৎসবে প্রদর্শিত হয় তখন খুব ভালো রেসপন্স ছিল। আশা করছি এবার প্রেক্ষাগৃহেও ভালো চলবে। কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের দর্শকরা আমাদের সিনেমাটি দেখবে।’
চঞ্চল চৌধুরী জানান, "১৬ তারিখে কলকাতার হলগুলোতে চলবে ‘হাওয়া’। বিজয় দিবসে আমার জন্য এবং ‘হাওয়া’ টিমের জন্য এটা বিরাট প্রাপ্তি। ৩০ তারিখে ছবিটি ভারতের অন্যান্য রাজ্যেও মুক্তি পাবে। আশা করছি ‘হাওয়া’ ভারতবাসীদের মুগ্ধ করবে।"
চঞ্চল চৌধুরী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মন্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম প্রমুখ।
এএম/এসএন
