কাজে ফেরার কথা জানালেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অনেকদিন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি। চলতি বছরের ১০ আগস্ট মা হয়েছেন এ নায়িকা।
এর কয়েক মাস আগে থেকেই সবধরনের কাজ থেকে দূরে রয়েছেন পরী। এখন তার সময়ই কাটছে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। তাকে ঘিরেই সব স্বপ্ন ও প্রত্যাশার ঘুড়ি ওড়াচ্ছেন এ তারকা অভিনেত্রী।
ছেলের বয়স এখন তিনমাস হয়ে গেছে। তাই কবে আবার রুপালি পর্দার ফিরবেন পরীমণি। এ নিয়ে দর্শকদের জানার আগ্রহ প্রবল।
এবার পরীমণি নিজেই জানালেন কবে আবার ফিরবেন নিজের চিরচেনা জগতে। এ সম্পর্কে পরীমণি বলেন, এখন আমার সব চিন্তাজুড়ে রয়েছে রাজ্য। মা হিসেবে রাজ্যকে আমি ভালোভাবে সময় দিতে চাই। আরেকটু বড় হোক রাজ্য।
আর মা হওয়ার পর আমার শারীরিক পরিবর্তন এসেছে। তাই আমি চাই এখন কাজে ফিরতে পারব না। আর কয়েক মাস পর জিম শুরু করব। তারপর তিন থেকে চারমাস জিম করে ফিট হয়ে আবারও কাজে ফেরার ইচ্ছে আছে। আমার বিশ্বাস এই সময় আমাকে পরিচালক ও আমার দর্শকরা আমাকে দেবেন।’
গেলো শুক্রবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনে গিয়েছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর রাতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এ তারকা দম্পতি। সেখানেই এসব নিয়ে কথা বলেন পরীমণি।
এএম/এমএমএ/
