ফ্রি’তে কলকাতায় ‘হাওয়া’ দেখছে দর্শক
কলকাতায় শনিবার (২৯ অক্টোবর) শুরু হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার রবীন্দ্র সদনে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ হবে ২ নভেম্বর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের মোট ৩৭ সিনেমার প্রদর্শনী হবে।
উৎসবে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘হাওয়া’ দেখতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে কলকাতার দর্শকরা। এমনটি নিশ্চিত করেছেন এ সিনেমায় অভিনয় করা জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
কলকাতায় (২৯ অক্টোবর) নন্দনে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী। এর আগেই সকাল থেকে সিনেমাটি দেখতে লম্বা লাইনে দেখা গেছে হাজার-হাজার দর্শকদের।
জানা যায়, শনিবারের শো ছাড়াও ৩১ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নন্দন-২-এ ও সবশেষ ২ নভেম্বর নন্দন-২-এ সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমা দেখানো হবে। সবার জন্য উন্মুক্ত থাকছে এর শো'গুলো। সিনেমাটি দেখতে কোনো টিকিট লাগবে না।
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ প্রমুখ।
এএম/এমএমএ/