কলকাতায় দেখানো হবে বাংলাদেশের ৩৭ সিনেমা
কলকাতায় শনিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার রবীন্দ্র সদনে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ হবে ২ নভেম্বর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের মোট ৩৭ সিনেমার প্রদর্শনী হবে।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘হাসিনা এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘গুণিন’, ‘পরাণ’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘কালবেলা’, ‘চন্দ্রাবতী কথা’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গলুই’, ‘গন্ডি’, ‘বিশ্বসুন্দরী’, ‘রূপসা নদীর বাঁকে’, ‘শাটল ট্রেন’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘রকেট’, ‘ন ডরাই’, ‘কমলা রকেট’, ‘গোর’, ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘হৃদিতা’।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ থাকবেন বিশেষ অতিথি হিসেবে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় উৎসবটি আয়োজন করা হয়েছে।
এএম/এসএন