আবারও কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে চলচ্চিত্র
জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে এর আগেও চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কবি ও নির্মাতা মাসুদ পথিক। আবারও নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন মাসুদ পথিক।
বুধবার (২৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে লেখেন, ‘আজ সন্ধ্যায় কবি নির্মলেন্দু গুণ দাদার বাসায়। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’- এরপর নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে আবারও চলচ্চিত্র নির্মাণ করব। আজ আমাদের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হলো। সাক্ষী হিসেবে হাজির ছিলেন লেখক রণজিৎ সরকার ও শান্ত ইমন। নতুন চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
এর আগে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নামের একটি মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মাসুদ পথিক। এ চলচ্চিত্রে গ্রামীণ এক সরল ও পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চনার কাহিনি বর্ণিত হয়েছে।
চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মামুনুর রশীদ, প্রবীর মিত্র, শিমলা, জুয়েল, বাদল শহিদ, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি প্রমুখ।
চলচ্চিত্রটি ২০১৪ সালে প্রাথমিকভাবে পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। পরে ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠলে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগেও পুরস্কৃত হয়।
এএম/এমএমএ/