অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি
বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলী খান গুরুতর ছুরিকাঘাতের শিকার হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। বুধবার রাতে নিজের বাড়িতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শিরদাঁড়ায় আটকে থাকা ছুরি অপসারণের জন্য অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীতীন দাঙ্গে জানিয়েছেন, সাইফের শিরদাঁড়ায় গুরুতর আঘাত লেগেছিল। ছুরিটি শিরদাঁড়ায় আটকে থাকার ফলে তরল নির্গত হচ্ছিল, যা শারীরিক জটিলতা সৃষ্টি করেছিল। অস্ত্রোপচারের মাধ্যমে ছুরিটি বের করা হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
সাইফের জনসংযোগ টিম জানিয়েছে, “অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সাইফ এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের অন্য সদস্যরাও নিরাপদে আছেন।”
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সাইফের বাড়ির গৃহকর্মীর সঙ্গে এক ব্যক্তির বিবাদে জড়িয়ে পড়েন দুষ্কৃতিকারী। সে সময় কোনোভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সাইফ। ছেলের সুরক্ষার জন্য তিনি দ্রুত জেহের ঘরে প্রবেশ করেন। কিন্তু দুষ্কৃতিকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরিকাঘাত করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ঘটনার দুই ঘণ্টা আগ পর্যন্ত কাউকে ঢুকতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারী দুপুরের দিকেই বাড়িতে ঢুকে লুকিয়ে ছিল।
তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আগামীকাল সকালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।