শাহরুখ-সালমানের দ্বন্দ্ব মেটানো বাবা সিদ্দিকিকে হত্যা
শাহরুখ-সালমানের সঙ্গে বাবা সিদ্দিকি। ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন বাবা সিদ্দিকি। বিনোদন জগতের সবার সঙ্গেই ছিল তার নিত্যদিনের উঠাবসা। বলিউড তারকাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি, তার পার্টি মানেই ছিল বলিউড তারকাদের মিলনমেলা। সবাই শত কাজ ফেলেও ছুটে আসতেন তাঁর এক ডাকে। কেননা যখনই কোনও তারকা বিপাকে পড়েছেন, তিনি সবার পাশে দাঁড়িয়েছেন। এমনকি ১০ বছর আগের এক ইফতার পার্টিতে শাহরুখ-সালমান দুই খানের ঝগড়া মিটিয়েছিলেন তিনিই।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকির উপর গুলি চালায় তিন দুষ্কৃতিকারীরা। লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবা সিদ্দিকির উপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি তদন্তকারীদের। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় ছেলের অফিসের বাইরে আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে স্তম্ভিত তারকারা।
বাবা সিদ্দিকি বলিউড অভিনেতা সালমান খানের খুব ঘনিষ্ঠ ছিলেন। বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়ে বিগবসের শুটিং বাতিল করে তড়িঘড়ি করে হাসপাতালে যান সালমান খান। চোখমুখ থমথমে ছিল তার। সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অভিনেতা সঞ্জয় দত্তেরও। এদিন হাসপাতালে ছুটে আসেন তিনিও।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানান, ‘ইতোমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্ত উত্তরপ্রদেশ ও হরিয়ানার বাসিন্দা। তৃতীয় অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তাকে শিগগির ধারে ফেলবে মুম্বাই পুলিশ।’ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্ভাব্য জড়িত থাকার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, বিপুল সম্পত্তির মালিক ছিলেন বাবা সিদ্দিকি। একটা সময় নিজেও অভিনয়ের দুনিয়ার মানুষ ছিলেন। তবে রাজনীতিক হিসাবেই পরিচিতি পেয়েছেন। সালমান থেকে শাহরুখ, ক্যাটরিনা থেকে প্রীতি জিন্টা-বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির থাকতেন বলিউডের প্রথম সারির তারকারা।