রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এবার অর্থ জালিয়াতির অভিযোগ
ছবি: সংগৃহীত
বিতর্ক ভুলে নতুন করে আবারও কাজে ফিরতে শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তারমধ্যেই আবারও নিজেকে বিতর্কে জড়ালেন। এবার তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে মূলত সমস্যার সূত্রপাত, গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
উল্লিখিত অ্যাপের স্পন্সর ছিলেন রিয়া চক্রবর্তী। এই অ্যাপের হয়ে প্রচারনাও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন অ্যাপ ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।
মূলত এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।
তবে শুধু একা রিয়াই নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ এ পদক্ষেপ গ্রহন করেছে।
উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে থেকেই বিতর্কে জড়িয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। এরপর,মাদক থাকায় সাথে গ্রেফতার হয়েছিলেন রিয়া। তাছাড়া,এসব মামলায় বেশ কয়েক দিন কারাবাসেও থাকেন তিনি। তারপরেও বিনোদন জগৎ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন। সম্প্রতি নিজের পডকাস্ট এর মধ্য দিয়ে আবার সামনে আসেন তিনি।