শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘লাপাতা লেডিস’

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘লাপাতা লেডিস’। ছবি: সংগৃহীত

চলতি বছরে দারুণ সাড়া ফেলে দিয়েছিলো পিতৃতন্ত্রের উপর ব্যঙ্গাত্মক হালকা চালের হিন্দি সিনেমা ‘লাপাতা লেডিস’। তেমন পরিচিত তারকা ছাড়াই কিরণ রাওয়ের এই সিনেমাটি বক্স অফিসের পাশাপাশি নেটফ্লিক্সেও সফল হয়। আর এই ছবিকেই ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে।

অস্কারের দৌড়ে ‘লাপাতা লেডিস’-এর সঙ্গী ছিল বলিউডের মেগা ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’, মালায়লাম সিনেমা ‘আট্টাম’ ও কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সহ ২৯টি চলচ্চিত্র। এসব ছবির মধ্যে থেকে আমির খানের সাবেক এই পত্নীর ছবিটিকে বেছে নিয়েছে ভারতীয় ফিল্ম ফেডারেশন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।

অসমিয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।

লাপাতা লেডিস সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘লাপাতা লেডিস’ যে অস্কারের জন্য ভারত থেকে মনোনয়ন পাবে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বলেই জানান সিনেমাটির পরিচালক কিরণ রাও। তিনি বলেন, ‘আমার সিনেমা যদি অস্কারের জন্য বেছে নেওয়া হয় তা আমার জন্য স্বপ্ন পূরণ। আমি নিশ্চিত যাকেই বেছে নিক সেখানে সেরা ছবিই যাবে।’

অস্কারের জন্য 'লাপাতা লেডিস'-কে বেছে নেওয়ায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সিলেকশন কমিটিকে ধন্যবাদ দিয়েছেন আমির খান।

প্রসঙ্গত, ‘লাপাতা লেডিস’ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।

চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া জাগায় ‘লাপাতা লেডিস’। গ্রামীণ প্রেক্ষাপটে সহজ-সরল গল্প আর অভিনয়শিল্পীদের পারফরম্যান্স মুগ্ধতা ছড়ায়। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব, সঙ্গে ছিলেন রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মা।

Header Ad
Header Ad

সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান । ছবি: সংগৃহীত

 

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যথাসাধ্য চেষ্টা করে সংস্কারের যে পরিকল্পনাগুলো আছে, যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেবো।’

শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে তিনি এক মন্তব্যে এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি সমাজের মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

শিল্প উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক একটি দেশ। সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে।’

গণভ্যভ্যূত্থানে নিহতদের অবদানের কথা তুলে ধরে আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।’

Header Ad
Header Ad

১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা কমতে পারে। শুক্রবার (১০ জানুয়ারি) মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় শুক্রবার (১০ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষত রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমূহে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১১ জানুয়ারি) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (১২ জানুয়ারি) সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Header Ad
Header Ad

জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান

জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান বিষয়ক সেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছয়জনের মরদেহ পেয়েছে।

শাহবাগ থানা বলছে, মরদেহগুলো জুলাই অভ্যুত্থানের সময়ের। তবে এদের পরিচয়, মৃত্যুর সময়, তারিখ জানা যায়নি। শুক্রবার (১০ জানুয়ারি) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেল সম্পাদক হাসান ইনাম।

হাসান ইনামের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহগুলোর কেবল বয়স নিশ্চিত হওয়া গেছে। একজনের নাম জানা গেছে, তিনি হলেন এনামুল (২৫)। অন্য পাঁচ মরদেহ পুরুষ (২০), পুরুষ (২৫), পুরুষ (২২), নারী (৩২) ও পুরুষের (৩০)।

ঢামেকে জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

লিখিত বক্তব্যে হাসান ইনাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলের মর্গে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয়টি অশনাক্তকৃত মরদেহ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে।

লিখিত বক্তব্যে হাসান ইনাম আরও বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। এনামুলের মৃত্যুর কারণ হিসাবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।

তিনি বলেন, মরদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কত তারিখে তারা মরদেহগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।

অজ্ঞাতপরিচয় এসব মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এ বয়সের কেউ যদি নিখোঁজ থাকেন, তাহলে তার পরিবারকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে এ সেল।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সংবাদ সম্মেলনে উল্লেখিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা তাদের তথ্যগুলো দিয়েছি। ছয়টি মরদেহ থাকার বিষয়ে নিশ্চিত করেছি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ
জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়
মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু
রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি
বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের (ভিডিও)
বেড়েছে সিগারেটের দাম, অভ্যাস ছাড়বেন যেভাবে
ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক