বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

হাসপাতালে ভর্তি উর্বশী রাউতেলা, ভেঙে গেছে হাড়

অভিনেত্রী উর্বশী রাওতেলা। ছবি: সংগৃহীত

কম কাজ করলেও বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা দর্শক জনপ্রিয়তায় তুঙ্গেই থাকেন। মডেল হিসেবে তিনি বেশ আলোচিত। আলোর দ্যুতি ছড়ানো এই গ্ল্যামার কুইন দিলেন বড় একটি দুঃসংবাদ।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন বলিউড কুইন উর্বশী রাওতেলা। একটি ছবির শুটিং করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে।

অভিনেত্রী উর্বশী রাওতেলা। ছবি: সংগৃহীত

নানদামুরি বালাকৃষ্ণার পরিচালনায় তেলুগু ছবি ‘এনবিকে ১০৯’ -এর শুটিং করছিলেন উর্বশী । সেই সময় চোট পেলে গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানায়, হায়দরাবাদে ছবির অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত লেগেছে তা এখনও জানা যায়নি।

শুটিং টিম জানিয়েছে, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

সম্প্রতি ছবির তৃতীয় ভাগের শুটিংয়ের জন্যই মুম্বাই থেকে হায়দ্রাবাদ গিয়েছেন উর্বশী রাউতেলা। নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। প্রখ্যাত সঙ্গীত সুরকার থামান এস এই ছবির গান তৈরি করছেন। এই ছবিতে উর্বশীর চরিত্রটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই ছবিতে ববি দেওল ছাড়াও দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও সঞ্জয় দত্তকে।

প্রসঙ্গত, উর্বশী রাউতেলা মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতে নেন। মাত্র ১৫ বছর বয়সে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন এবং এর আগে মিস টিন ইন্ডিয়া ২০০৯ খেতাবও জিতেছিলেন। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন।

Header Ad
Header Ad

৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে "অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত" বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। তবে তারা দাবি করেছে, পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ছয় মাসে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কোনো আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। তবে বুধবার রাতে পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

সরকারের দাবি, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এতে জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এছাড়া, অভ্যুত্থানের আগে দুর্নীতি ও নিপীড়নের মাধ্যমে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও একই হুমকি-ধমকির ভাষায় বক্তব্য দিচ্ছেন এবং অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিচ্ছেন।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি, তিনি যদি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।

বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তাদের ভূখণ্ড যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত না হয় এবং শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার পুরোদমে চলছে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।একইসঙ্গে, উসকানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তা সরকার খতিয়ে দেখছে।

সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় আরো ১১জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির। ফজলুর রহমান রাইগাঁ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আ: সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আ: সামাদের ছেলে আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের সুবিদ আলী সোনারের ছেলে ইব্রাহিম (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসে ২৪ তারিখ দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে আব্দু সাত্তারের জমির পাশে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮ থেকে ২০জন ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনার বিরুদ্ধে চার্জশিট দেন।

পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ আসামীর মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১জন আসামিকে খালাস দেওয়া হয়। আর তিনজন আসামি মামলার বিচার চলাকালে মারা যায়।

Header Ad
Header Ad

ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল

ছবি: সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়েস্ট গারো হিলস জেলায় একটি ভ্যানে ভ্রমণ করার সময় তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড, ভারতীয় মুদ্রা এবং ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশ দুইটি রিকশা ভ্যানও জব্দ করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ৯ বাংলাদেশির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেঘালয়ে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে তিন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, গত সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে আরও ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা যে নথিপত্রের ভিত্তিতে সেখানে বসবাস করছিলেন, সেগুলো ভুয়া ছিল।

উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি ধরপাকড় জোরদার করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী: জামায়াতের আমির
ইয়াশা সাগরকেও টাকা দেয়নি, অন্যদিকে চুক্তি ভঙ্গের অভিযোগ চিটাগাং কিংসের
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২-এ নারীসহ দুজনকে মারধর
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা