মারা গেলেন 'মডেল গার্ল' অভিনেত্রী স্মৃতি বিশ্বাস
অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। ছবি: সংগৃহীত
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। ১০০ বছর বয়সী এ অভিনেত্রী হিন্দি, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন।
বুধবার (৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।
ভারতের খ্যাতনামা নির্মাতা গুরু দত্ত, রাজ কাপুর, বিমল রায়, মৃণাল সেন, ভি সান্তারামের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। বাংলা ভাষার পাশাপাশি মারাঠি ও হিন্দি সিনেমায়ও রাজত্ব করেছেন তিনি। সব মাধ্যমেই অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন স্মৃতি বিশ্বাস।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বর্ণযুগের এ তারকার মৃত্যুতে বলিউড পরিচালক হনসল মেহেতা শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্মৃতি বিশ্বাস অভিনীত একটি সিনেমার দৃশ্য শেয়ার করে তিনি লিখেছেন, ‘এবার শান্তিতে থাকুন স্মৃতি। আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
স্মৃতি বিশ্বাসের অভিনয়ে যাত্রা হয় একজন শিশুশিল্পী হিসেবে। ১৯৩০ সালে বাংলা সিনেমা ‘সন্ধ্যা’র মাধ্যমেই অভিষেক হয় তার। আবার বহুল গুণী নির্মাতা মৃণাল সেনের আলোচিত সিনেমা ‘নীল আকাশের নিচে’ সিনেমায়ও দেখা গেছে তাকে। পাশাপাশি হেমন্ত বোসের ‘দ্বন্দ্ব’ সিনেমায়ও অভিনয় করেছেন স্মৃতি বিশ্বাস।
দীর্ঘ ক্যারিয়ারে বাংলা ভাষায় কাজ করার পাশাপাশি ১৯৫০ সালে মুম্বাই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। সেখানে ধারাবাহিকভাবে বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে নজর কাড়েন। পরবর্তীতে ১৯৬০ সালে ‘মডেল গার্ল’ নামের একটি বলিউড সিনেমায় করলে এতে তার অভিনয় উল্লেখযোগ্যভাবে আলোচনায় জায়গা করে নেন। আর সেই সিনেমাকেই শেষ বলে জানা যায়।
এ অভিনেত্রী দীর্ঘ দিনের সিনেমা ক্যারিয়ারে দেব আনন্দ, কিশোর কুমার, বলরাজ সাহানি থেকে শুরু করে তৎকালীন সময়ের অনেক খ্যাতিমান তারকার সঙ্গে কাজ করেছেন। ক্যারিয়ারে বেশ সফল হলেও নির্মাতা এসডি নারাংকে বিয়ের পর অভিনয়ে ইতি ঘটে তার।