জ্যাকুলিনের অ্যাপার্টমেন্টে আগুন
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে বুধবার (৬ মার্চ) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে অভিনেত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি ঠিক আছেন।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে এ তথ্য জানা গেছে।
জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির একজন বাসিন্দা। এই অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি। অভিনেত্রীর ওপরের ফ্ল্যাটে আগুন লাগে। এরপর কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দেঢ় ঘণ্টার বেশি সময় লেগে যায়। ফায়ার সার্ভিসের কমপক্ষে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এরপর রাত ৯ বেজে ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এদিকে জ্যাকুলিনের নতুন একটি মিউজিক ভিডিও আগামীকাল মুক্তি পাবে। গানের শিরোনাম ‘ইমি ইমি’। তিনি মডেল হয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন। এ ছাড়া জ্যাকুলিনকে শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে।