শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার মনোজ !

ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় খ্যাতির শীর্ষ ছুঁয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসা, কুড়িয়েছেন প্রশাংসাও। এবার পর্দার সেই ‘আইপিএস মনোজে’র নিজের ঘরেও এলো সুখবর। বাবা হলেন তিনি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শীতল ঠাকুর।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর নিজেই জানিয়েছেন বিক্রান্ত এবং শীতল। দুজনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ‘আমরা আজ এক হয়েছি। আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি আমরা দুজন।’

বিক্রান্তদের এই পোস্ট দেখে বহু মানুষ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত, শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে তাদের পোস্ট ঘিরে।

২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিক্রান্ত। বলিউডে তারা দু’জনেই পরিচিত নাম। বিক্রান্ত ওটিটির পর্দায় দীর্ঘ দিন ধরেই প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত খ্যাতি এবং জনপ্রিয়তা। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনকাহিনি তিনি নিখুঁত দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন। ২০২৩ সালের অক্টোবরে এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু তখন বক্স অফিসে সে ভাবে বিক্রান্তের ছবি ব্যবসা জমাতে পারেনি। পরে ওটিটি-তে ‘টুয়েলভথ ফেল’ মুক্তি পেলে বদলে যায় সব অঙ্ক। ছবিটি বহু মানুষ পছন্দ করেছেন। দীর্ঘ দিন ধরে লোকের মুখে মুখে ঘুরেছে ‘টুয়েলভথ ফেল’-এর কথা। এই ছবিতে বিক্রান্তের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রী মেধা শঙ্করকে।

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলের মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির বাস, খুশি যাত্রীরা

ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মধুপুর থেকে রাজধানীর ঢাকা রুটে অবশেষে চালু হলো বিআরটিসি’র বাস সার্ভিস। ফলে যাতায়াত আরও সহজ হবে যাত্রীদের এবং ভোগান্তি কমায় উচ্ছ্বসিত প্রকাশ করেছেন যাত্রীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পৌর শহরের বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এই বিআরটিসি’র বাস সার্ভিস উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের ডিডি আল মামুন, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হক, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক হোসেন শহীদ, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, মধুপুর থেকে রাজধানীর ঢাকা ফার্মগেট প্রতিদিন চলাচল করবে বিআরটিসি’র এই বাস এবং যাত্রীরা সর্বোচ্চ সেবা পাবে বলে জানিয়েছেন বাস সার্ভিস কর্তৃপক্ষ। এনিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

Header Ad
Header Ad

সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট জরুরি। তিনি বলেন, “আপনি দুই মাস পরিশ্রম করে একটি প্রতিবেদন তৈরি করলেন, আর সেটি কেউ অনুমতি ছাড়া কপি করে ব্যবহার করল—এটি মেনে নেওয়া যায় না। কপিরাইট সুরক্ষিত না হলে সাংবাদিকদের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হবে।”

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ এর ব্যানারে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “সংবাদ চুরি করে যারা গণমাধ্যম পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এমন চুরির কারণে সাংবাদিকদের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেতন কমছে। কপিরাইট ইনফোর্সমেন্ট নিশ্চিত করার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম পরিচালনায় স্বচ্ছতা আনতে হলে সাংবাদিকদের যথাযথ সম্মানী প্রদান নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের পেশার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণে ব্যবহার করেছে। বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের একটি ফোন কলের মাধ্যমেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করা হতো। এমনকি আইসিটি আইনের অপব্যবহার করে সাংবাদিকদের প্রতি ভয়াবহ অন্যায় করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সংস্কার প্রয়োজন, যাতে সংবাদপত্রগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সাংবাদিকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।”

Header Ad
Header Ad

‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতিমুক্ত দেশ যুক্তরাজ্যে থেকেও ‘পারিবারিক জিনের (জেনেটিক)’ কারণে দুর্নীতিতে জড়িয়েছেন। তিনি বলেন, “শেখ হাসিনা দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই।”

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী দাবি করেন, “শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করেছেন উন্নয়নের নামে। তার কোনো রাজনৈতিক আদর্শ নেই, শুধু ক্ষমতা ধরে রাখাই তার লক্ষ্য।”

রিজভী আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ন করেছে। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের একার ছিল না, এটি সবার অংশগ্রহণে হয়েছিল। অথচ আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব বিষয় হিসেবে উপস্থাপন করছে।”

রিজভী প্রশ্ন তুলেছেন, “শেখ হাসিনার মতো একজন দুর্নীতিবাজকে ভারত কীভাবে আশ্রয় দিল? এটির পেছনে কী ভিত্তি রয়েছে?” তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি কঠোর সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ বারবার উঠে এসেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির বাস, খুশি যাত্রীরা
সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি: প্রেস সচিব
‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামবে: বিশ্বব্যাংক
জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সারজিস আলম
লিটনের পরিত্যক্ত বাসায় কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন
মুক্তিযুদ্ধে অন্যান্য দলের থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
৭ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল শতাধিক ঘরবাড়ি, শিশুর মৃত্যু
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ