এবার অস্কারের দৌড়ে শাহরুখের 'ডানকি'
‘ডানকি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখের ‘ডানকি’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর। এটি আয়ের দিক থেকে ‘পাঠান’, ‘জাওয়ান’কে ছাড়িয়ে যেতে পারেনি। তবে প্রশংসিত হয়েছে হাজার কোটির ঘরে ঢোকা ছবি দুটির চেয়ে বেশি। অনেকের ধারণা করেছিল সহস্র কোটি না দিলেও পুরস্কার এনে দেবে শাহরুখকে। তেমনটাই দেখা যাচ্ছে।
রাজকুমার হিরানির পরিচালিত সিনেমাটি এবার অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। তবে তা ভারতের অফিসিয়াল মনোনয়ন নাকি অন্য কোন বিভাগের মনোনয়নে পাঠানো হয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডানকি’। এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের সিনেমা। অমন পালেকর পরিচালিত ‘পহেলী’ পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের ‘স্বদেশ’ও পাঠানো হয় অস্কারে। কিন্তু দুটোর কোনওটাই শেষ অবধি অস্কার নিয়ে ফিরতে পারেনি। এবার শোনা যাচ্ছে, ‘ডানকি’কে সম্বল করেই এবার অস্কারের পথে ফের শাহরুখ।
‘ডানকি’ সিনেমাটি ৪ বন্ধুর জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা একটি উন্নত জীবনধারার জন্য বিদেশে স্থায়ী হতে চায় এবং অবশেষে, অভিবাসীদের জন্য একটি অবৈধ পথ, গাধা রুট গ্রহণ করে। সিনেমাটিতে শাহরুখ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, অরুণ গ্রোভার, বিক্রম কোচার, বোমান ইরতানি এবং ভিকি কৌশল।
২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’র হাত ধরে শুরু হয় শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। সারা বিশ্বজুড়ে প্রথমদিন থেকেই ঝড় তোলে অ্যাকশনে মোড়া এই সিনেমা। এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘জাওয়ান’। বলিউডি মশালা সিনেমার মোড়কে আদ্যপান্ত একটি রাজনৈতিক সিনেমা ‘জাওয়ান’। ‘পাঠান’র চাইতেও এই সিনেমাটি বেশি পছন্দ করে দর্শক।
অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পায় ‘ডানকি’। তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যায়, শাহরুখ একাই একবছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন ২৫০০ কোটি টাকার বেশি।