প্রথম তেলুগু অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন আল্লু অর্জুন
পুষ্পা পরিচালক সুকুমারের সঙ্গে আল্লু অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম
গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ভারতের ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। আরআরআর-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নেন দক্ষিণী এই তারকা।
অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি। তেলুগু চলচ্চিত্র দুনিয়ার জন্য এ এক অবিস্মরণীয় মুহূর্ত। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুন যেভাবে পুষ্পা রাজ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, তাতে গোটা দেশের কাছে আজ ‘হিরো’ তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো যৌথভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।
‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পল্লবী জোশী।
এ ছাড়া সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন তিনি।
সেরা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এ ছাড়া সেরা জনপ্রিয় সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মির ফাইলস’।
এদিন জাতীয় পুরস্কার ঘোষণার পর আল্লু অর্জুনের একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, খুশিতে তাঁর বাবা আল্লু অরবিন্দকে জড়িয়ে ধরছেন দক্ষিণী সুপারস্টার। সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুমহলও রয়েছে। উল্লেখ্য, দক্ষিণী সিনেমার জন্য আজকের দিনটি একটি বড় প্রাপ্তি। এর আগে ১৯৯৭ সালে নাগার্জুন স্পেশাল জুরি ক্যাটেগরিতে মনোনীত হয়েছিলেন জাতীয় পুরস্কারের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরস্কার জেতেননি। আল্লু অর্জুনই প্রথম দক্ষিণী সুপারস্টার যিনি জাতীয় পুরস্কার জিতে নিলেন।