প্রভাবশালীদের তালিকায় শীর্ষে শাহরুখ
বলিউডের সুপারস্টার অভিনেতা শাহরুখ খান টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। তিনি বিষ্ময়করভাবে এবারের অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন।
এবারের টাইম ১০০ ব্যক্তির তালিকা ১২ লাখ পাঠকের ভোটে নির্বাচন করা হয়েছে। এই ভোটের ৪ শতাংশ পেয়েছেন বলিউডের বাদশাহ।
শাহরুখ খান ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। তিনি এ বছর বক্স অফিসে তার ‘পাঠান’র রেকর্ড আয় নিয়ে ফিরে এসেছেন। বিশ্বজুড়ে তার ও দীপিকা পাড়ুকোনের ছবিটি প্রায় ১৩০ মিলিয়ন মাকিন ডলার আয় করেছে।
তার চেয়ে কম ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন প্রতিবাদকারী ইরানি নারীরা। তারা মোট ভোটের ৩ শতাংশ পেয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে ২২ বছরের মাসা আমিনির মৃত্যুর পর থেকে তারা বিচারের আন্দোলন করছেন।
মোট ভোটের ২ শতাংশ পেয়ে স্বাস্থ্যসেবাকর্মীরা তৃতীয় হয়েছেন।
ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান তৃতীয় ও চতুর্থ হয়েছেন।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার লিওলেন মেসি পঞ্চম হয়েছেন ১.৮ শতাংশ ভোট পেয়ে। আর্জেন্টিনার এই অধিনায়ক তার প্রথম ফিফা বিশ্বকাপ জয় করেছেন। তিনি ফাইনালে দুটি গোল করেছেন।
আগামী ১৩ এপ্রিল বিশ্বজুড়ে টাইম ম্যাগাজিন তাদের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের বিশেষ এই সংখ্যাটি প্রকাশ করবে।
ওএফএস/আরএ/