৫ ঘণ্টায় ৬ মিলিয়ন ভিউ 'পুষ্পা কোথায়'
তামিল সিনেমার হাল আমলের সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন ছিল শুক্রবার (৭ এপ্রিল)। আর পুরো ভারত জুড়ে এখন চলছে পুষ্পা ঝড়। এরই মাঝে আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে পুষ্পা টু এর কিছু খণ্ডচিত্র ইউটিউবে প্রকাশ করেছে টি-সিরিজ।
ইতোমধ্যেই ভিডিওটি মাত্র সাড়ে ৫ ঘণ্টায় দেখা হয়েছে ৬ মিলিয়ন বা ৬০ লক্ষ বার। ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে পুষ্পা কোথায়।
ভিডিওতে দেখানো হয়েছে পুষ্পাকে দীর্ঘদিন খুঁজে পাওয়া যাচ্ছিলো না। একদিন জঙ্গল থেকে পুলিশ তার রক্তাক্ত কাপড় উদ্ধার করে যেখানে দেখা যায় একাধিক গুলির চিহ্ন। সবাই ভেবে নেয় পুষ্পা পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ নিয়ে জনগণ ক্ষিপ্ত হয়ে দাঙ্গা বাধিয়ে দেয়। পুলিশ ১৪৪ ধারা জারি করে। কিন্তু হটাৎ একদিন পুষ্পার খবর মিলে। বাঘ গণনার সার্ভিলেন্স ক্যামেরাতে দেখা যায় পুষ্পাকে দেখে বাঘ পিছু হটছে।
গত বছরের নভেম্বরে ‘পুষ্পা টু’ শুটিং শুরু করেন নির্মাতা। লুক টেস্ট শেষে শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকাও। বেশিরভাগ অংশের শুটিং হয়ে গেছে। এর মাঝে আছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনাকালের পরে ‘পুষ্পা’র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার সিনেমা। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী।
প্রথম ছবিতেই যে ‘পুষ্পা’র কাহিনী শেষ হচ্ছে না তা ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমার শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। তারপর থেকেই সিনেমার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।