সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে নওয়াজউদ্দিনের ১০০ কোটির মামলা
বলিউডের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার সাবেক স্ত্রী আলিয়াহ ও ভাই শামসুদ্দিন সিদ্দিকীর বিপক্ষে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন।
মুম্বাই হাইকোর্টে দায়ের করা মামলায় নওয়াজউদ্দিন সিদ্দিকী উল্লেখ করেছেন, সাবেক স্ত্রী আলিয়াহ ওরফে জয়নাব সিদ্দিকী এবং তার ভাই শামসুদ্দিন সিদ্দিকী তার এই বিপুল পরিমাণ ক্ষতি সাধন করেছেন। তারা তার বিপক্ষে মানহানিকর বিবৃতি দিয়েছেন ও তাকে লক্ষ্য করে মিথ্যা কথা বলেছেন এবং তার সম্মানহানি করেছেন বলে উল্লেখ করেছেন নওয়াজউদ্দিন।
মুম্বাই হাইকোর্ট আগামী ৩০ মার্চ এই মামলার পিটিশনের দিন ধার্য করেছে।
আদালতে এই তারকা অভিনেতা তার সাবেক স্ত্রী ও ভাই যেন তার বিপক্ষে আর মানহানিকর কোনো কাজ না করেন সেই নির্দেশ দিতেও আদালতের কাছে আবেদন করেছেন। তাদের দুজনের কাছ থেকে তিনি একটি লিখিত ক্ষমাপ্রার্থনা লাভের অনুমতিও প্রার্থনা করেছেন। তারা দুইজন অনুমতি না নিয়েই তার টাকা বাজেভাবে খরচ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। এই অর্থের পরিমাণ ২০ কোটি রুপি।
মামলায় নওয়াজউদ্দিন জানিয়েছনে, তিনি ২০০৮ সালে শামসুদ্দিনকে তার ম্যানেজার বানিয়েছেন এবং অন্ধভাবে তার অর্থের দায়িত্ব প্রদান করেছেন। তিনি তার বিশ্বাসের ভঙ্গ করেছেন এবং তাকে না জানিয়ে তার টাকা দিয়েই সম্পত্তি কিনেছেন। তিনি টাকা না দেওয়ায় সরকারের ৩৭ কোটি রুপি নওয়াজউদ্দিন দিতে পারেননি। এই টাকাগুলো দেওয়ার দায়িত্ব শামসুদ্দিন সিদ্দিকীকে দিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা অভিনেতা।
আদালতে নওয়াজউদ্দিন আরও জানিয়েছেন, এই বিষয়গুলো জিজ্ঞাসা করার পর শামসুদ্দিন আলিয়াহকে তার বিপক্ষে একটি মিথ্যা মামলা দায়ের করতে বলেছেন। তারা দুজনে তার টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন বলার পর তারা তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন ও তাকে নিয়ে মিথ্যা কথা ছড়াতে শুরু করেন এবং নানা ধরনের বাজে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলতে থাকেন। এগুলোতে তার পেশাজীবন আক্রান্ত ও বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি ও তার অনেকগুলো সিনেমার কাজ স্থগিত হয়ে গেছে বলে উল্লেখ করেছেন।
এখন এই অভিনেতা তাদের বিপক্ষে সরবও হয়েছেন। তার স্ত্রীর আইনজীবী রেজওয়ান সিদ্দিকী বরাবর একটি বিবৃতির খসড়াও প্রেরণ করেছেন তিনি। তারা দুজনে এর আগেও মামলায় জড়িয়েছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবারের বিপক্ষে সাবেক স্ত্রীর পাঠানো একটি আইনি নোটিশে আলিয়াহ বলেছেন, তারা তাকে অভিনেতার আন্ধেরীর বাংলোতে বসবাস করতে দেননি।
২০২২ সালে সর্বশেষ নওয়াজউদ্দিন সিদ্দিকী ‘হিরোপান্তি ২’ সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছেন। তার আগামী সিনেমা অভিষিক্তা আভনিত কাউরের বিপরীতে ‘টিকু ওয়েডস শিরু’। নুপুর শ্যাননের বিপরীতে তার আরেকটি সিনেমা আসছে ‘নূরানি চেহারা’।
ওএফএস/