সব সম্পত্তি বন্ধক রেখে শুটিংয়ে কঙ্গনা
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। রাজনৈতিক মতাদর্শসহ বিভিন্ন ইস্যুতে প্রায়ই বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার আলোচনায় এসেছেন নিজের সব সম্পত্তি বন্ধক রেখে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে নির্মাণাধীন আত্মজৈবনিক সিনেমা ‘ইমার্জেন্সি’তে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। একইসঙ্গে ছবিটি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন তিনি নিজেই। আর এ সিনেমার শুটিংয়ের জন্য নিজের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে তাকে।
শনিবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্টে 'ইমার্জেন্সি'র শুটিং সেটের তিনটি ছবি প্রকাশ করেছেন কঙ্গনা। সেখানে তিনি লিখেছেন, ‘যেহেতু আজকে আমি ইমার্জেন্সি একজন অভিনেত্রী হিসেবে আমার কাজ শেষ করেছি, যেটি ভীষণভাবে মহিমান্বিত কাজ আমার এই জীবনে, আমি জীবনের সবকিছুর বিনিময়ে এই ছবিটি শেষ করতে চাই। দেখে মনে হতে পারে আমি এর পেছনে পুরোপুরি পাল তুলেছি, তবে সত্যটি এর চেয়ে অনেক দূরের...আমার সব সম্পত্তি বন্ধক দেওয়া হয়ে গিয়েছে, প্রতিটি একক সম্পত্তি যেটি আমার মালিকানায় ছিল। আমার প্রথম শিডিউলের শুটিংয়ের সময় ডেঙ্গু হয়েছে। এরপর সিনেমা করতে গিয়ে আমার রক্তচাপ কমে গিয়েছে। তারপরও জানাতে চাই, আমার একক চরিত্রটি কয়েকভাবে পরীক্ষা করা হয়েছে’।
‘আমি আমার অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানানোর বিষয়ে খুব উন্মুক্ত। তবে এর কোনোটিই এর আগে প্রকাশ করিনি। সৎভাবে বলতে গেলে, আমি চাইনি আমার দিক থেকে অপ্রয়োজনীয় মনে হওয়া এই বিষয়ে যারা আমাকে যত্ন করেন তারা ভয় পেয়ে যান।’
কঙ্গনা রানাউত তার পরিচালনার জীবন শুরু করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া 'মণিকর্ণিকা: দি কুইন অব ঝাঁসি’ চলচ্চিত্রের মাধ্যমে। সেই অভিজ্ঞতাও তার এই ছবিতে কাজে লেগেছে বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার কাছে এই সিনেমাটি আবার জন্মগ্রহণের মতো এবং বেঁচে থাকাকে আমি এর আগে কখনো এত বোধ করিনি।’ ‘আমি এখন একটি নিরাপদ স্থানে রয়েছি। দয়া করে ভয় পাবেন না। আমার কেবল আপনাদের ভালোবাসা ও আর্শীবাদের প্রয়োজন।’
তিনি তার সহযোগী, সহশিল্পী ও অন্যান্য কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমার অবিশ্বাস্য মেধাবী সহকর্মীদের আমার জন্য এই কাজটি করায় ধন্যবাদ।’
১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরী অবস্থা জারি করা ইন্দিরা গান্ধীর শাসনের সময়কাল কেন্দ্র করে বানানো হচ্ছে ‘ইমার্জেন্সি’। ছবিটির শুটিং শুরু হয়েছে গত বছরের জুলাইতে। ইমার্জেন্সিতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরো অভিনয় করছেন অনুপম খের, শ্রেয়াস তালপাদে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সুমন। চিত্রনাট্য লিখেছেন ঋতেষ শাহ।
ওএফএস/এএস